Where does Marlow first hear of Kurtz in the novel Heart of Darkness?
A
At the Company station
B
At his aunt’s house
C
On the Thames
D
At Brussels headquarters
উত্তরের বিবরণ
Company–তে পৌঁছে Marlow প্রথমবার Kurtz–এর নাম শোনে। সবাই তাকে এক অসাধারণ বণিক বলে উল্লেখ করে। ধীরে ধীরে Kurtz–এর নাম কিংবদন্তি হয়ে ওঠে। Conrad এই রহস্য ব্যবহার করেছেন উত্তেজনা বাড়াতে।

0
Updated: 20 hours ago
Where does the frame narrative of the novel begin in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
On the Thames River in London
B
On the Congo River in Africa
C
In Brussels at Company office
D
At a seaport in France
উপন্যাসের শুরু Thames নদীতে। কয়েকজন নাবিক নৌকায় বসে, আর Marlow তার গল্প বলতে শুরু করে। Thames নদী সভ্যতার প্রতীক হলেও Conrad ইঙ্গিত দিয়েছেন যে এখান থেকেও ঔপনিবেশিক অন্ধকারের যাত্রা শুরু হয়।

0
Updated: 20 hours ago
Who is the mysterious ivory trader in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
Kurtz
B
Fresleven
C
The Brickmaker
D
The Helmsman
Kurtz একজন রহস্যময় ইউরোপীয় বণিক, যে আফ্রিকায় হাতির দাঁতের ব্যবসায় নিয়োজিত। সে অসাধারণ প্রতিভাবান, কিন্তু আফ্রিকার অরণ্যে গিয়ে ক্ষমতা ও লোভে অন্ধ হয়ে পড়ে। তার বিখ্যাত উক্তি “The horror! The horror!” ঔপনিবেশিক শোষণের ভয়াবহতা প্রকাশ করে।

0
Updated: 17 hours ago
Who is called “a papier-mâché Mephistopheles” in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
The Brickmaker
B
Kurtz
C
The Manager
D
The Russian trader
Marlow Brickmaker–কে বলেন “a papier-mâché Mephistopheles।” এর মানে হলো, সে ভেতরে ফাঁপা, কেবল ভণ্ডামি। বাইরে থেকে ভয়ঙ্কর মনে হলেও ভেতরে কিছুই নেই। এটি কোম্পানির অনেক ইউরোপীয় কর্মকর্তার প্রতীক, যারা আসলে শূন্য।

0
Updated: 20 hours ago