What is the main commodity exploited in Africa in the novel Heart of Darkness?
A
Ivory
B
Gold
C
Rubber
D
Silver
উত্তরের বিবরণ
Ivory বা হাতির দাঁত হলো প্রধান বাণিজ্যপণ্য। ইউরোপীয়রা আফ্রিকার হাতি হত্যা করে দাঁত সংগ্রহ করে এবং সম্পদ হিসেবে নিয়ে যায়। Kurtz–এর লোভ, কোম্পানির ব্যবসা—সবকিছুর মূলেই ছিল ivory। Conrad দেখিয়েছেন কিভাবে প্রাকৃতিক সম্পদের লোভ মানবিকতা ধ্বংস করে দেয়।
0
Updated: 1 month ago
Who is Marlow's direct supervisor in Heart of Darkness?
Created: 3 weeks ago
A
Kurtz
B
Manager
C
Brickmaker
D
Chief Accountant
মার্লোর সরাসরি সুপারভাইজার হচ্ছেন সেন্ট্রাল স্টেশনের ম্যানেজার। তিনি কোম্পানির প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন এবং মার্লো তার অধীনস্থ হিসেবে কাজ করেন। ম্যানেজারের মাধ্যমে কোম্পানির আদেশ ও নীতি কার্যকর করা হয়, যা মার্লোর দায়িত্ব ও সিদ্ধান্তের ওপর সরাসরি প্রভাব ফেলে।
The Manager of the Central Station ছিল মার্লোর immediate superior।
-
তিনি কোম্পানির hierarchical chain of command–এর গুরুত্বপূর্ণ অংশ।
-
মার্লোর কাজ ও নির্দেশনা মূলত ম্যানেজারের কাছ থেকেই আসত।
-
এই সম্পর্ক গল্পে authority, control এবং bureaucracy–এর প্রতীক হিসেবেও উপস্থাপিত হয়েছে।
0
Updated: 3 weeks ago
Where is Heart of Darkness set?
Created: 2 months ago
A
Congo
B
England
C
America
D
India
0
Updated: 2 months ago
"In Joseph Conrad’s novel Heart of Darkness, what is the significance of Kurtz’s final words, ‘The horror! The horror! What do these words reveal about his character and the themes of the novel?"
Created: 4 weeks ago
A
Joy of freedom
B
Realisation of moral decay and human cruelty
C
Happiness and relief
D
Confusion about geography
Kurtz-এর শেষ বাক্য “The horror! The horror!” তার জীবনের নৈতিক পতন, মানুষের ক্রূরতা এবং ক্ষমতার অন্ধকারকে প্রকাশ করে। Conrad দেখিয়েছেন যে, মানুষের লোভ এবং শক্তি তার নৈতিকতা ধ্বংস করতে পারে।
এই বাক্য উপন্যাসের মূল থিম, যেখানে ক্ষমতা এবং সভ্যতার অন্ধকার একসাথে ফুটে উঠেছে।
0
Updated: 4 weeks ago