What Company employs Marlow for his journey in the novel Heart of Darkness?
A
A Belgian trading company
B
A British shipping company
C
A French colonial firm
D
A Dutch merchant company
উত্তরের বিবরণ
Marlow একটি বেলজিয়ান ট্রেডিং কোম্পানিতে চাকরি পায়। আফ্রিকায় ব্যবসার নামে কোম্পানিটি ভয়াবহ শোষণ চালাচ্ছিল। Conrad দেখিয়েছেন, ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো ব্যবসার আড়ালে কীভাবে আফ্রিকার মানুষ ও সম্পদ লুট করেছিল।
0
Updated: 1 month ago
What do the knitting women at the Company office symbolize in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Fate and death
B
Love and care
C
Wealth and success
D
Peace and comfort
Company অফিসে Marlow দুই নারীকে দেখে, যারা কালো উলের বুনন করছে। এরা ভাগ্য দেবীর প্রতীক, যারা জীবনের সুতো কেটে দেয়। তারা যেন ঔপনিবেশিক অভিযাত্রীদের মৃত্যু ও অন্ধকারে ঠেলে দেওয়ার প্রতীক। Conrad প্রতীকীভাবে দেখিয়েছেন যাত্রার অমোঘ পরিণতি।
0
Updated: 1 month ago
What do the heads on stakes near Kurtz’s station symbolize in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Brutality and moral decay
B
Justice and punishment
C
Ritual and religion
D
Protection and defense
Kurtz–এর স্টেশনের সামনে স্থানীয়দের কাটা মাথা খুঁটিতে ঝোলানো। এটি তার নিষ্ঠুরতা ও নৈতিক পতনের প্রতীক। Kurtz একসময় আদর্শবাদী হলেও শেষে পুরোপুরি বর্বর হয়ে ওঠে। Conrad এই চিত্র দিয়ে ঔপনিবেশিক শাসনের ভয়ঙ্কর রূপ দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
Who repairs Marlow’s steamboat in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
The cannibals and local workers
B
The Manager alone
C
The Brickmaker
D
Kurtz himself
Marlow–এর স্টিমবোট বারবার ভেঙে যায়। স্থানীয় শ্রমিক ও “cannibals” নামে পরিচিত আফ্রিকান কর্মীরা তার সাথে কাজ করে। Conrad দেখিয়েছেন, যাদের ইউরোপীয়রা অবহেলা করে, তারাই আসলে কাজের মূল ভরসা। এটি ঔপনিবেশিক শোষণের ভেতরের দ্বন্দ্ব প্রকাশ করে।
0
Updated: 1 month ago