Where does the frame narrative of the novel begin in the novel Heart of Darkness?
A
On the Thames River in London
B
On the Congo River in Africa
C
In Brussels at Company office
D
At a seaport in France
উত্তরের বিবরণ
উপন্যাসের শুরু Thames নদীতে। কয়েকজন নাবিক নৌকায় বসে, আর Marlow তার গল্প বলতে শুরু করে। Thames নদী সভ্যতার প্রতীক হলেও Conrad ইঙ্গিত দিয়েছেন যে এখান থেকেও ঔপনিবেশিক অন্ধকারের যাত্রা শুরু হয়।
0
Updated: 1 month ago
In Joseph Conrad’s Heart of Darkness, how are the African natives depicted?
Created: 3 weeks ago
A
As noble savages
B
As passive victims of colonialism
C
As aggressive conquerors
D
As Europeanized citizens
Heart of Darkness এ আফ্রিকার মানুষদের Conrad দেখিয়েছেন colonial exploitation-এর শিকার এবং সামাজিকভাবে নিগৃহীত। তারা কোন সক্রিয় দমনমূলক বা শোষক নয়, বরং আধুনিক উপনিবেশিক লুটপাট এবং নির্যাতনের শিকার। এটি উপন্যাসের মূল সামাজিক ও নৈতিক প্রতীক হিসেবে কাজ করে।
0
Updated: 3 weeks ago
Why is the Brickmaker suspicious of Marlow in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
He thinks Marlow has influential backing
B
He believes Marlow is stealing ivory
C
He suspects Marlow is allied with natives
D
He fears Marlow wants his position
Brickmaker মনে করে Marlow–এর পেছনে কোম্পানির বড় কর্তাদের সমর্থন আছে। এজন্য সে তাকে তোষামোদ করে। আসলে Brickmaker নিজেই প্রভাব খোঁজে। Conrad এই চরিত্র দিয়ে কোম্পানির রাজনীতি আর ষড়যন্ত্র দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
What is the job of the Chief Accountant in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Keeping records in perfect order
B
Leading river expeditions
C
Supervising local chiefs
D
Training new captains
Chief Accountant হলো এমন এক চরিত্র, যে জঙ্গলের মাঝেও নিজের হিসাব-খাতা একদম গোছানো রাখে। সে সাদা জামা পরে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। কিন্তু তার এই শৃঙ্খলা আসলে শূন্য। কারণ চারপাশে মৃত্যু ও দারিদ্র্য থাকলেও সে শুধু ব্যবসার খাতা নিয়ে ব্যস্ত। এটি ঔপনিবেশিকতার ভণ্ডামি প্রকাশ করে।
0
Updated: 1 month ago