Who repairs Marlow’s steamboat in the novel Heart of Darkness?
A
The cannibals and local workers
B
The Manager alone
C
The Brickmaker
D
Kurtz himself
উত্তরের বিবরণ
Marlow–এর স্টিমবোট বারবার ভেঙে যায়। স্থানীয় শ্রমিক ও “cannibals” নামে পরিচিত আফ্রিকান কর্মীরা তার সাথে কাজ করে। Conrad দেখিয়েছেন, যাদের ইউরোপীয়রা অবহেলা করে, তারাই আসলে কাজের মূল ভরসা। এটি ঔপনিবেশিক শোষণের ভেতরের দ্বন্দ্ব প্রকাশ করে।

0
Updated: 20 hours ago
Who is called “a papier-mâché Mephistopheles” in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
The Brickmaker
B
Kurtz
C
The Manager
D
The Russian trader
Marlow Brickmaker–কে বলেন “a papier-mâché Mephistopheles।” এর মানে হলো, সে ভেতরে ফাঁপা, কেবল ভণ্ডামি। বাইরে থেকে ভয়ঙ্কর মনে হলেও ভেতরে কিছুই নেই। এটি কোম্পানির অনেক ইউরোপীয় কর্মকর্তার প্রতীক, যারা আসলে শূন্য।

0
Updated: 20 hours ago
Who is the mysterious ivory trader in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
Kurtz
B
Fresleven
C
The Brickmaker
D
The Helmsman
Kurtz একজন রহস্যময় ইউরোপীয় বণিক, যে আফ্রিকায় হাতির দাঁতের ব্যবসায় নিয়োজিত। সে অসাধারণ প্রতিভাবান, কিন্তু আফ্রিকার অরণ্যে গিয়ে ক্ষমতা ও লোভে অন্ধ হয়ে পড়ে। তার বিখ্যাত উক্তি “The horror! The horror!” ঔপনিবেশিক শোষণের ভয়াবহতা প্রকাশ করে।

0
Updated: 17 hours ago
What illness frequently affects Europeans in Africa in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
Fever (malaria)
B
Smallpox
C
Cholera
D
Typhoid
আফ্রিকার গরম ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউরোপীয়রা প্রায়ই জ্বরে আক্রান্ত হত। Conrad বারবার দেখিয়েছেন কিভাবে জ্বর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। Fever এখানে ঔপনিবেশিক অভিযানের কঠিন বাস্তবতা এবং ইউরোপীয়দের অসহায় অবস্থার প্রতীক। এটি আফ্রিকার প্রাকৃতিক শক্তির সামনে শ্বেতাঙ্গ আধিপত্যের দুর্বলতাও প্রকাশ করে।

0
Updated: 20 hours ago