Who is the narrator of most of the story in the novel Heart of Darkness?
A
Marlow
B
Kurtz
C
The Manager
D
The Accountant
উত্তরের বিবরণ
গল্পের মূল বর্ণনাকারী হলো Marlow। যদিও গল্পের শুরুতে এক অজ্ঞাত নাবিক বর্ণনা করে, কিন্তু আসল অভিজ্ঞতা ও যাত্রার বিবরণ দেয় Marlow নিজেই। সে আফ্রিকায় যায়, নদীপথে ভ্রমণ করে এবং Kurtz–এর সাথে সাক্ষাৎ করে। তার চোখ দিয়েই উপন্যাসের সব অভিজ্ঞতা পাঠক দেখতে পায়।
0
Updated: 1 month ago
What role does colonialism play in the novel "Heart of Darkness"?
Created: 4 weeks ago
A
It is portrayed as a civilising mission
B
It is depicted as exploitative and destructive
C
It is irrelevant to the plot
D
It is a background element with no moral implications
Heart of Darkness এ Conrad ইউরোপীয় উপনিবেশবাদকে নিগ্রহমূলক এবং ধ্বংসাত্মক হিসেবে দেখিয়েছেন। আফ্রিকার স্থানীয় মানুষদের শোষণ, সম্পদের লুটপাট এবং নৈতিক বিপর্যয় colonialism-এর প্রকৃত চিত্র ফুটিয়ে তোলে।
এই শোষণ শুধু অর্থনৈতিক নয়, বরং আধ্যাত্মিক ও মানসিকভাবে স্থানীয় মানুষদের ক্ষতিগ্রস্ত করে। Conrad মূলত colonialism-এর অন্তর্নিহিত অহংকার, মানবতার প্রতি অবহেলা এবং নৈতিক অন্ধকারকে প্রকাশ করেছেন।
0
Updated: 4 weeks ago
"In Joseph Conrad’s novel Heart of Darkness, what does the character Kurtz symbolise?"
Created: 4 weeks ago
A
European idealism
B
A model colonial administrator
C
Absolute power and moral corruption
D
Innocence of the human soul
Kurtz Heart of Darkness এ ক্ষমতার পূর্ণতা এবং নৈতিক বিপর্যয়ের প্রতীক। তিনি একটি মহান প্রতিভা ও চিন্তাশীল ব্যক্তি হলেও, কংগোর দাসপ্রথা এবং তার অদম্য ক্ষমতা তাকে নৈতিকভাবে হিংস্র ও বিকৃত করে তোলে।
Conrad-এর মাধ্যমে Kurtz-এর চরিত্র দেখায় যে, যখন কোনো ব্যক্তি সমাজের নিয়ম ও নৈতিক বাধা ছাড়িয়ে যায়, তখন ক্ষমতা তাকে দমনমূলক এবং বিপর্যয়কর হয়ে তোলে। তার অবশেষ এবং মৃত্যু সভ্যতার সীমাবদ্ধতা এবং মানুষের অন্ধকার দিককে প্রতিফলিত করে।
0
Updated: 4 weeks ago
Which literary technique dominates the narrative in Heart of Darkness?
Created: 4 weeks ago
A
Third-person omniscient
B
First-person frame narrative
C
Stream of consciousness
D
Epic storytelling
Conrad Heart of Darkness এ frame narrative ব্যবহার করেছেন। মার্লোর অভিজ্ঞতা একজন প্রথম-ব্যক্তির কাহিনীর মাধ্যমে বর্ণিত হয়, যা মূল বক্তার সঙ্গে পাঠকের ঘনিষ্ঠ সংযোগ তৈরি করে। এই পদ্ধতি আফ্রিকার এবং মানুষের নৈতিক অন্ধকারকে আরও অন্তর্দৃষ্টিপূর্ণ করে তোলে।
0
Updated: 4 weeks ago