A
restrain : compose
B
agitate : trouble
C
upset : perturd
D
stimulate : cool down
উত্তরের বিবরণ
The Bengali meaning of question words
- Excite: আন্দোলিত করা; উত্তেজিত করা; আবেগকম্পিত করা।
- Calm: স্থির; শান্ত; নিস্তরঙ্গ।
• The Bengali meaning of option words:
ক)
Restrain: ধরে রাখা; নিয়ন্ত্রণে রাখা।
Compose: শান্ত হওয়া; আবেগ বা চিন্তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
খ)
Agitate: আলোড়িত/বিক্ষুব্ধ করা; নাড়া দেওয়া।
Trouble: অসুবিধা, ঝামেলা বা ঝঞ্ঝাটে ফেলা; দুশ্চিন্তায়/অস্বস্তিতে ফেলা।
গ)
Upset: বিপর্যস্ত করা; ওলটপালট করা; মেজাজ বিগড়ানো; বিচলিত/অস্থির করা; তছনছ/চুরমার/লণ্ডভণ্ড করা।
Perturb: উত্তেজিত করা; বিঘ্ন সৃষ্টি করা।
ঘ)
Stimulate: উদ্দীপিত করা; জাগিয়ে তোলা; উত্তেজিত করা।
Cooldown: আদালত কক্ষ।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক Analogy টি হবে - stimulate : cool down.
Excite এর ঠিক বিপরীত হল Calm
Stimulate এর ঠিক বিপরীত হল Cooldown.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago