বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয় কতবার?
A
৩বার
B
২বার
C
৪বার
D
৫বার
উত্তরের বিবরণ
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে দুইবার, যা দেশের আন্তর্জাতিক কূটনীতি ও দায়িত্বশীল অবস্থানের পরিচায়ক।
জাতিসংঘ সম্পর্কিত তথ্য:
-
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
দাপ্তরিক ভাষা: ৬টি
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস [আগস্ট, ২০২৫]
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি
-
বর্তমান সদস্য: ১৯৩টি [আগস্ট, ২০২৫]
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)
বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত দুইবার।
-
প্রথম মেয়াদ: ১৯৭৯-১৯৮০, যেখানে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
-
দ্বিতীয় মেয়াদ: ২০০০-২০০১।
উৎস:
0
Updated: 1 month ago
বিশ্ব খাদ্য দিবস কত তারিখ?
Created: 1 month ago
A
১৮ ডিসেম্বর
B
১৬ এপ্রিল
C
২ অক্টোবর
D
১৬ অক্টোবর
জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও উদ্দেশ্য উদযাপনের জন্য পালিত হয়।
-
জাতীয় উৎপাদনশীলতা দিবস: ২ অক্টোবর
-
বিশ্ব খাদ্য দিবস: ১৬ অক্টোবর
-
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ২২ অক্টোবর
-
জাতীয় বস্ত্র দিবস: ৪ ডিসেম্বর
-
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস: ৯ ডিসেম্বর
-
আন্তর্জাতিক অভিবাসী দিবস: ১৮ ডিসেম্বর
-
বিশ্ব স্বাস্থ্য দিবস: ৭ এপ্রিল
-
মুজিবনগর দিবস: ১৭ এপ্রিল
-
নিরাপদ মাতৃত্ব দিবস: ২৮ মে
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
উৎস:
0
Updated: 1 month ago
COP এর পূর্ণরূপ কী?
Created: 3 weeks ago
A
Conference of the Parties
B
Climate Organization of the Pacific
C
Convention on Pollution
D
Council of Policies
জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) হলো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর আওতায় পরিচালিত হয়। এর মূল লক্ষ্য হলো জলবায়ুর উপর মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা এবং বৈশ্বিক জলবায়ু নীতি নির্ধারণে সমন্বয় সাধন করা।
• পূর্ণরূপ: Conference of the Parties (COP)
• ১৯৯২ সালে দেশগুলো UNFCCC-তে স্বাক্ষর করে।
• ১৯৯৫ সাল থেকে এটি প্রতি বছর জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
• কপ-২৭: ২০২২ সালের নভেম্বরে মিশরে অনুষ্ঠিত।
• কপ-২৮: ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ আয়োজিত।
• কপ-২৯: অনুষ্ঠিত হবে আজারবাইজানে।
• কপ-৩০: ২০২৫ সালে আয়োজিত হবে ব্রাজিলে, স্থান হিসেবে নির্বাচিত হয়েছে আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারা।
0
Updated: 3 weeks ago
What is the current number of member states of the European Union?
Created: 3 weeks ago
A
27
B
29
C
32
D
34
ইউরোপীয় ইউনিয়ন (EU) বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক ও রাজনৈতিক জোট হিসেবে পরিচিত, যা ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশকে একত্রিত করে অর্থনৈতিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে। এর প্রতিষ্ঠা, কাঠামো ও সদস্য দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো—
-
পূর্ণ নাম: European Union (EU)।
-
প্রতিষ্ঠা: ১৯৯৩ সালের নভেম্বরে মাস্ট্রিচ চুক্তি (Maastricht Treaty) স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
-
বর্তমান সদস্য সংখ্যা: ২৭টি দেশ।
-
সর্বশেষ যোগদানকারী দেশ: ক্রোয়েশিয়া (সেপ্টেম্বর, ২০২৫)।
-
সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন, যেটি ৩১ জানুয়ারি, ২০২০ তারিখে EU থেকে বেরিয়ে যায় (ব্রেক্সিট)।
-
সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
-
EU-এর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর: জার্মানির ফ্রাংকফুর্ট শহরে অবস্থিত।
-
প্রতিষ্ঠার পর থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।
0
Updated: 3 weeks ago