বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে?
A
১৯৭৫ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৬ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশ ওআইসির (OIC) সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে, যা দেশের আন্তর্জাতিক ইসলামি সহযোগিতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।
ওআইসি সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation
-
একটি ইসলামি সহযোগিতা সংস্থা, যা মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হিসেবে কাজ করে।
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে
-
প্রথম শীর্ষ সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯)
-
অফিসিয়াল যাত্রা: ১৯৭২ সালে
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি
-
বর্তমান সদস্য: ৫৭টি [আগস্ট, ২০২৫]
-
সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব
উল্লেখযোগ্য তথ্য:
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফরাসি
-
OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫
উৎস:

0
Updated: 20 hours ago
’সুমাত্রা, ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত?
Created: 1 week ago
A
আলু
B
তামাক
C
ভুট্টা
D
গম
উন্নত জাতের উদ্ভিদ
গমের উন্নত জাত:
আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬
আলুর উন্নত জাত:
ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল
ভুট্টার উন্নত জাত:
বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ
তামাকের উন্নত জাত:
সুমাত্রা, ম্যানিলা
উৎস: কৃষিমন্ত্রনালয়

0
Updated: 1 week ago
কোনটি অপরিবাহী পদার্থের অন্তর্ভুক্ত?
Created: 1 week ago
A
তামা
B
রূপা
C
কাচ
D
সিলিকন
অপরিবাহী
-
যে সকল পদার্থের মাধ্যমে আধান প্রবাহিত হতে পারে না, তাদের অপরিবাহী বলা হয়। যেমন: কাচ, কাঠ, প্লাস্টিক ইত্যাদি।
-
অধিকাংশ অধাতব পদার্থই অপরিবাহী।
-
অপরিবাহী পদার্থে আধান প্রদান করলে আধান স্থির অবস্থায় সেই স্থানেই আবদ্ধ থাকে, সঞ্চালিত হয় না।
-
তাই দুটি আহিত বস্তুকে অপরিবাহী দিয়ে যুক্ত করলে আধান এক বস্তু থেকে অন্য বস্তুর মধ্যে প্রবাহিত হয় না এবং তড়িৎ প্রবাহ তৈরি করে না।
-
অর্থাৎ অপরিবাহী পদার্থ তড়িৎ প্রবাহে বাধা প্রদান করে।
পরিবাহী
-
যে সকল পদার্থের মাধ্যমে আধান সহজে প্রবাহিত হতে পারে, তাদের পরিবাহী বলা হয়। যেমন: রূপা, তামা, লোহা ইত্যাদি।
-
প্রায় সব ধাতব পদার্থই পরিবাহী।
-
পরিবাহী পদার্থে আধান দিলে তা কোনো একটি স্থানে সীমাবদ্ধ না থেকে পুরো পদার্থে ছড়িয়ে পড়ে।
-
দুটি আহিত বস্তুকে পরিবাহীর মাধ্যমে যুক্ত করলে আধান সহজেই এক বস্তু থেকে অন্য বস্তুর মধ্যে প্রবাহিত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে।
-
পরিবাহী পদার্থ তড়িৎ প্রবাহে বাধা প্রদান করে না বললেই চলে। তবে তাপ প্রয়োগ করলে পরিবাহীর তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টির ক্ষমতা বৃদ্ধি পায়।
অর্ধপরিবাহী
-
কিছু পদার্থ যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদির তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি। এদেরকে অর্ধপরিবাহী বলা হয়।
-
অর্থাৎ, এদের মাধ্যমে তড়িৎ প্রবাহ সম্ভব, তবে পরিবাহীর তুলনায় কম এবং অপরিবাহীর তুলনায় বেশি।
-
একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো:
-
পরিবাহীর তাপমাত্রা বাড়লে তড়িৎ প্রবাহ ক্ষমতা কমে যায় (রোধ বেড়ে যায়)।
-
কিন্তু অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়লে তড়িৎ প্রবাহ ক্ষমতা বৃদ্ধি পায় (রোধ কমে যায়)।
-
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর বর্তমান সদস্য দেশ কয়টি? [ আগস্ট, ২০২৫]
Created: 20 hours ago
A
৫টি
B
৬টি
C
১২টি
D
২২টি
জিসিসি (GCC) বা গালফ কো-অপারেশন কাউন্সিল হলো আরব উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা এবং সংহতি বৃদ্ধির জন্য গঠিত একটি আঞ্চলিক সংস্থা।
-
সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র – সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান।
-
প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব।
-
সভাপতিত্ব: প্রতিবছর Rotation Basis অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা হয়।
-
জোটের প্রধান লক্ষ্য হলো সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদার করা ও নাগরিকদের সহযোগিতা বৃদ্ধি করা।
-
Supreme Council: রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত, এবং এদের প্রতিবছর বৈঠক অনুষ্ঠিত হয়।
-
পররাষ্ট্র মন্ত্রী বা সরকারী প্রতিনিধি: প্রতি তিন মাসে একবার বৈঠক করেন।
উৎস:

0
Updated: 20 hours ago