What is the main commodity exploited in Africa in the novel Heart of Darkness?
A
Ivory
B
Gold
C
Rubber
D
Silver
উত্তরের বিবরণ
Ivory বা হাতির দাঁত হলো প্রধান বাণিজ্যপণ্য। ইউরোপীয়রা আফ্রিকার হাতি হত্যা করে দাঁত সংগ্রহ করে এবং সম্পদ হিসেবে নিয়ে যায়। Kurtz–এর লোভ, কোম্পানির ব্যবসা—সবকিছুর মূলেই ছিল ivory। Conrad দেখিয়েছেন কিভাবে প্রাকৃতিক সম্পদের লোভ মানবিকতা ধ্বংস করে দেয়।

0
Updated: 20 hours ago
Who is the narrator of most of the story in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
Marlow
B
Kurtz
C
The Manager
D
The Accountant
গল্পের মূল বর্ণনাকারী হলো Marlow। যদিও গল্পের শুরুতে এক অজ্ঞাত নাবিক বর্ণনা করে, কিন্তু আসল অভিজ্ঞতা ও যাত্রার বিবরণ দেয় Marlow নিজেই। সে আফ্রিকায় যায়, নদীপথে ভ্রমণ করে এবং Kurtz–এর সাথে সাক্ষাৎ করে। তার চোখ দিয়েই উপন্যাসের সব অভিজ্ঞতা পাঠক দেখতে পায়।

0
Updated: 20 hours ago
What is symbolized by the Congo River in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
A journey into the unconscious
B
A path to political power
C
A bridge to European wealth
D
A site of religious harmony
কঙ্গো নদী Marlow–এর ভ্রমণপথ হলেও প্রতীকীভাবে এটি মানুষের অচেতন মনের যাত্রা। নদীর বাঁকগুলো অজানা ভয়ের প্রতীক। Marlow যখন ভেতরের দিকে যায়, তখন সে সভ্যতার মুখোশ ছাড়িয়ে আসল অন্ধকার দেখতে পায়। Conrad নদীকে ব্যবহার করেছেন আত্ম-অনুসন্ধানের প্রতীক হিসেবে।

0
Updated: 20 hours ago
Where does the frame narrative of the novel begin in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
On the Thames River in London
B
On the Congo River in Africa
C
In Brussels at Company office
D
At a seaport in France
উপন্যাসের শুরু Thames নদীতে। কয়েকজন নাবিক নৌকায় বসে, আর Marlow তার গল্প বলতে শুরু করে। Thames নদী সভ্যতার প্রতীক হলেও Conrad ইঙ্গিত দিয়েছেন যে এখান থেকেও ঔপনিবেশিক অন্ধকারের যাত্রা শুরু হয়।

0
Updated: 20 hours ago