মায়া সভ্যতা বিরাজমান ছিল কোন অঞ্চলে?
A
ইউরোপে
B
মধ্য আমেরিকা
C
আফ্রিকা
D
এশিয়া
উত্তরের বিবরণ
মায়া সভ্যতা হলো আমেরিকার প্রাচীন তিনটি সভ্যতার মধ্যে একটি, যা মধ্য আমেরিকায় বিরাজমান ছিল।
-
মায়া সভ্যতা মূলত গুয়েতেমালা ও মেক্সিকোর পূর্বাঞ্চলে অবস্থিত সমৃদ্ধ জনপদে বিরাজমান ছিল।
-
তাদের লিখিত ভাষার রূপ ছবি বা চিহ্ন ব্যবহার করায় অনেকটা হায়ারোগ্লিফিক ধাঁচের ছিল।
-
প্রায় ৮০০টির বেশি ছবি ব্যবহার করে তারা এই লিপির প্রচলন ঘটিয়েছিল।
-
তারা গাছের বাকল দিয়ে তৈরি করা কাগজ থেকে কোডেক্স নামের বই বানাতো।
উৎস:
0
Updated: 1 month ago
আধুনিক সিল্ক রোড কোন দেশের বিশেষ কৌশলগত উদ্যোগ?
Created: 1 month ago
A
জাপান
B
ভারত
C
চীন
D
নেপাল
সিল্ক রোড প্রাচীনকালে চীনের সঙ্গে পশ্চিমাঞ্চলের সংযোগকে বোঝাত। চীনের রেশম ও রেশমী কাপড় মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকায় পাঠানোর জন্য এই পথ ব্যবহৃত হতো, যা Silk Road বা Silk Route নামে পরিচিত। আধুনিক অর্থে সিল্ক রোড বলতে চীনের “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” (Belt and Road Initiative বা BRI) বোঝানো হয়, যা ২০১৩ সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ঘোষণা করেন। এই উদ্যোগের লক্ষ্য প্রাচীন বাণিজ্যপথগুলোকে আধুনিক আকারে পুনর্গঠন করে চীন এবং অন্যান্য দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত সংযোগ বৃদ্ধি করা। সম্প্রতি, ইরানও চীন ও পাকিস্তানের সঙ্গে এই সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে।
-
প্রাচীন সিল্ক রোড: চীন থেকে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ ও উত্তর আফ্রিকায় রেশম পাঠানোর বাণিজ্যপথ
-
আধুনিক সিল্ক রোড: চীনের Belt and Road Initiative (BRI), ২০১৩
-
উদ্দেশ্য: প্রাচীন বাণিজ্যপথ পুনর্গঠন, চীন ও অন্যান্য দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত সংযোগ বৃদ্ধি
-
সম্প্রতি: ইরান চীন ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে আগ্রহী
0
Updated: 1 month ago
Newton’s First Law of Motion is also known as:
Created: 3 weeks ago
A
Law of Action-Reaction
B
Law of Gravitation
C
Law of Acceleration
D
Law of Inertia
নিউটনের প্রথম গতি সূত্রকে জড়তার সূত্র (Law of Inertia) বলা হয়। এই সূত্র অনুযায়ী, কোনো বস্তুতে বাহ্যিক বল প্রয়োগ না হলে, যদি বস্তু স্থির অবস্থায় থাকে, তা চিরকাল স্থির থাকবে, এবং যদি গতিশীল অবস্থায় থাকে, তা একই বেগ ও একই দিক নিয়ে চলতে থাকবে। অর্থাৎ, কোনো বস্তুর গতির পরিবর্তন ঘটাতে হলে অবশ্যই বাহ্যিক বল প্রয়োজন। উদাহরণস্বরূপ, একটি বল মাটিতে গড়াতে থাকলে ঘর্ষণ ও বায়ুরোধ না থাকলে সেটি অনন্তকাল গড়াতে পারত, কিন্তু ঘর্ষণ বলের কারণে তা থেমে যায়। সুতরাং, নিউটনের প্রথম সূত্র আমাদের জড়তা ও বাহ্যিক বলের সম্পর্ক বোঝায়। সঠিক উত্তর: ঘ) Law of Inertia।
নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
সূত্রটি বলে: “বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে।”
-
অর্থাৎ বাইরে থেকে বল ক্রিয়া না করলে:
-
স্থির বস্তু স্থির থাকবে, এবং
-
গতিশীল বস্তু সুষম গতিতে চলবে।
-
-
এই সূত্র বস্তুর জড়তার ধর্ম এবং বলের সংজ্ঞা বোঝায়।
-
স্থির বস্তু সর্বদাই স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সর্বদাই গতিশীল থাকতে চায়; এ প্রবণতাকেই বলা হয় জড়তা।
-
সূত্রটির আরেকটি ব্যাখ্যা: কোনো বস্তুর উপর বল প্রয়োগ না হলে তার গতির পরিবর্তন বা স্থিতি পরিবর্তন হবে না, অর্থাৎ ত্বরণ শূন্য।
অন্য সূত্রসমূহ:
-
নিউটনের দ্বিতীয় সূত্র হলো বল সূত্র।
-
নিউটনের তৃতীয় সূত্র হলো বল ক্রিয়া-প্রতিক্রিয়া সম্পর্কিত সূত্র।
0
Updated: 3 weeks ago
নিচের কোন দেশের মুদ্রার নাম দিনার?
Created: 1 month ago
A
কুয়েত
B
কাতার
C
ওমান
D
ইয়েমেন
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।
দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।
দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।
পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।
তথ্যসূত্র - Britannica.com
0
Updated: 1 month ago