উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর বর্তমান সদস্য দেশ কয়টি? [ আগস্ট, ২০২৫]
A
৫টি
B
৬টি
C
১২টি
D
২২টি
উত্তরের বিবরণ
জিসিসি (GCC) বা গালফ কো-অপারেশন কাউন্সিল হলো আরব উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা এবং সংহতি বৃদ্ধির জন্য গঠিত একটি আঞ্চলিক সংস্থা।
-
সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র – সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান।
-
প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব।
-
সভাপতিত্ব: প্রতিবছর Rotation Basis অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা হয়।
-
জোটের প্রধান লক্ষ্য হলো সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদার করা ও নাগরিকদের সহযোগিতা বৃদ্ধি করা।
-
Supreme Council: রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত, এবং এদের প্রতিবছর বৈঠক অনুষ্ঠিত হয়।
-
পররাষ্ট্র মন্ত্রী বা সরকারী প্রতিনিধি: প্রতি তিন মাসে একবার বৈঠক করেন।
উৎস:
0
Updated: 1 month ago
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে কোনটি?
Created: 1 month ago
A
বাব এল-মান্দেব প্রণালী
B
সুয়েজ খাল
C
মালাক্কা প্রণালী
D
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করে এবং আরব উপদ্বীপকে ইরান থেকে পৃথক করে। এটি জ্বালানী তেল পরিবহনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি জলপথ।
-
হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার।
-
জাহাজ চলাচলের জন্য এতে দুটি লেন রয়েছে, প্রতিটি লেনের প্রস্থ প্রায় দুই মাইল।
-
প্রণালীটি সংকীর্ণ হলেও এটি পৃথিবীর সবচেয়ে বড় জাহাজগুলো চলাচলের জন্য সক্ষম।
-
পৃথিবীতে রপ্তানি হওয়া মোট জ্বালানী তেলের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়।
0
Updated: 1 month ago
Which of these is an alternative fuel to CNG?
Created: 3 weeks ago
A
LPG
B
Coal
C
Wood
D
Diesel
সিএনজি (Compressed Natural Gas) হলো একটি পরিবেশবান্ধব জ্বালানি, যা যানবাহনে ব্যবহৃত হয়। এর বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি (Liquefied Petroleum Gas) ব্যবহার করা যেতে পারে। এলপিজি মূলত প্রোপেন ও বুটেনের মিশ্রণ, যা গ্যাসীয় অবস্থায় ব্যবহৃত হয়। এটি সহজে সংরক্ষণযোগ্য, পরিষ্কার দাহ হয় এবং পরিবেশে কম দূষণ ছড়ায়। অন্যদিকে, কয়লা ও কাঠ পুড়লে বেশি ধোঁয়া ও কার্বন নির্গত হয়, যা দূষণ সৃষ্টি করে। ডিজেল তরল জ্বালানি হলেও, এটি সিএনজি বা এলপিজির তুলনায় বেশি দূষণ করে। সুতরাং, এলপিজি হলো সিএনজির একটি উপযুক্ত বিকল্প।
সিএনজি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
সিএনজি (CNG) এর পূর্ণরূপ হলো Compressed Natural Gas।
-
CNG-এর মূল দাহ্য পদার্থ হলো মিথেন।
-
প্রাকৃতিক গ্যাসকে অতি উচ্চ চাপে সংকুচিত করলে প্রাপ্ত নমুনাকে CNG বলা হয়।
-
এটি পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে পরিচিত।
-
বাংলাদেশ সরকার পরিবেশ দূষণ রোধের জন্য ২০০১ সালে যানবাহনসমূহকে সিএনজিতে রূপান্তরের প্রক্রিয়াকে উৎসাহিত করতে CNG থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করে।
0
Updated: 3 weeks ago
কোন জেলায় সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে?
Created: 1 month ago
A
পুরুলিয়া
B
বর্ধমান
C
হুগলী
D
কলকাতা
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার ইতিহাসে অন্যতম প্রথম দিকের সংগঠিত প্রতিরোধ আন্দোলন। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে এ বিদ্রোহ চলতে থাকে এবং উত্তরবঙ্গসহ বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজদের জন্য এটি ছিল এক বড় চ্যালেঞ্জ।
-
ফকির-সন্ন্যাসী বিদ্রোহের ব্যাপ্তিকাল ছিল প্রায় ৪০ বছর (১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ)।
-
১৭৬০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু হয়।
-
প্রথম বিদ্রোহ সংঘটিত হয় বর্ধমান জেলায়, যেখানে সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
-
১৭৭১ খ্রিস্টাব্দে মজনু শাহ সমগ্র উত্তরবঙ্গে ইংরেজবিরোধী কার্যক্রম শুরু করেন।
-
১৭৭৭ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহসহ বিভিন্ন অঞ্চলে এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এর তীব্রতা ছিল উত্তরবঙ্গে সর্বাধিক।
-
সংঘর্ষে বিদ্রোহীরা অনেক ব্রিটিশ সেনা কর্মকর্তা হত্যা করে এবং কোম্পানির বহু কুঠি লুঠ করে।
-
ফকির মজনু শাহর যুদ্ধ কৌশল ছিল গেরিলা পদ্ধতি।
-
১৭৮৭ সালে মজনু শাহ মৃত্যুবরণ করলে, বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেন মুসা শাহ, সোবান শাহ, চেরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স প্রমুখ ফকির।
-
অবশেষে ১৮০০ খ্রিস্টাব্দে ফকির-সন্ন্যাসীরা চূড়ান্তভাবে পরাজিত হয়।
0
Updated: 1 month ago