What river is associated with Marlow’s journey in the novel Heart of Darkness?
A
The Congo River
B
The Nile River
C
The Amazon River
D
The Thames River
উত্তরের বিবরণ
Marlow আফ্রিকার কঙ্গো নদীপথে ভ্রমণ করে। এই নদী কেবল ভৌগোলিক স্থান নয়, বরং সভ্যতা ও অন্ধকারের সীমারেখার প্রতীক। নদীপথ ধরে এগোনো মানে ধীরে ধীরে সভ্যতা ছেড়ে বন্য অন্ধকারে প্রবেশ করা। Conrad কঙ্গো নদীকে ব্যবহার করেছেন সভ্যতা, লোভ ও ঔপনিবেশিকতার প্রতীক হিসেবে।

0
Updated: 20 hours ago
What is the fate of Marlow’s helmsman in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
He is killed by a spear
B
He deserts the boat
C
He joins Kurtz
D
He becomes the Manager’s ally
Marlow–এর স্টিমবোটে থাকা হেলসম্যান স্থানীয়দের আক্রমণে বর্শার আঘাতে মারা যায়। Marlow প্রথমে তার মৃত্যুতে অবাক হলেও পরে তা মেনে নেয়। এই মৃত্যু ঔপনিবেশিকতার নির্মম বাস্তবতা বোঝায়।

0
Updated: 17 hours ago
Who is Fresleven in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
A Danish captain killed in Africa
B
The Manager of the station
C
Kurtz’s assistant
D
A local chief
Fresleven ছিল Marlow–এর আগের ক্যাপ্টেন, যিনি স্থানীয়দের সাথে ঝগড়ায় নিহত হন। সে শান্ত স্বভাবের মানুষ হলেও আফ্রিকায় এসে হিংস্র হয়ে ওঠে। Fresleven–এর মৃত্যু দেখায় ঔপনিবেশিক পরিস্থিতি কিভাবে ইউরোপীয়দের মানবিকতা ধ্বংস করে দেয়।

0
Updated: 17 hours ago
What Company employs Marlow for his journey in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
A Belgian trading company
B
A British shipping company
C
A French colonial firm
D
A Dutch merchant company
Marlow একটি বেলজিয়ান ট্রেডিং কোম্পানিতে চাকরি পায়। আফ্রিকায় ব্যবসার নামে কোম্পানিটি ভয়াবহ শোষণ চালাচ্ছিল। Conrad দেখিয়েছেন, ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো ব্যবসার আড়ালে কীভাবে আফ্রিকার মানুষ ও সম্পদ লুট করেছিল।

0
Updated: 20 hours ago