সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত-
A
শ্রীলঙ্কা
B
মিয়ানমার
C
থাইল্যান্ড
D
হংকং
উত্তরের বিবরণ
মিয়ানমারে অসংখ্য সোনালী রঙের প্যাগোডা ও স্তূপ রয়েছে, যা দেশের ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। তাই মিয়ানমারকে সোনালী প্যাগোডার দেশ বলা হয়।
বিভিন্ন দেশের ভৌগলিক উপনামগুলো:
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
লিলি ফুলের দেশ: কানাডা
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
সিল্ক রুটের দেশ: ইরান
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
তামার দেশ: জাম্বিয়া
-
পিরামিডের দেশ: মিশর
-
প্রাচীরের দেশ: চীন
-
ভূমিকম্পের দেশ: জাপান
উৎস:
0
Updated: 1 month ago
গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন-
Created: 1 month ago
A
সমুদ্রগুপ্ত
B
প্রথম চন্দ্রগুপ্ত
C
বিজয়গুপ্ত
D
চন্দ্রগুপ্ত মৌর্য
গুপ্ত সম্রাজ্য ভারতে সাম্রাজ্যবাদী গুপ্তদের শাসন ৩২০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়। এ সময় বাংলায় কিছু স্বাধীন রাজ্যের উত্থান ঘটে।
-
সম্রাজ্যের প্রথম শাসক ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত।
-
তাঁর পুত্র সমুদ্র গুপ্ত বিজয়ের মাধ্যমে সাম্রাজ্যের প্রসার ঘটান।
-
গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে দক্ষিণ-পূর্ব বাংলার সমতট রাজ্য ও পশ্চিম বাংলার পুষ্করণ রাজ্য উল্লেখযোগ্য।
-
প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালেই বাংলার উত্তরাংশের কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনে আসে।
-
সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমগ্র বাংলা অধিকৃত হলেও সমতট একটি করদ রাজ্য হিসেবে বিবেচিত হয়।
-
সমুদ্রগুপ্তের রাজত্বকাল থেকে ছয় শতকের মাঝামাঝি পর্যন্ত বাংলার উত্তরাংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ একটি ‘প্রদেশ’ বা ‘ভুক্তি’ হিসেবে পরিগণিত হতো।
-
গুপ্তদের রাজধানী ছিল মহাস্থানগড়ের পুঞ্জনগর, যেমন মৌর্যদের।
উৎস:
0
Updated: 1 month ago
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন কোনটি?
Created: 1 month ago
A
প্রতিবেশীর সুবিধা-অসুবিধা দেখা
B
সমাজের কথা বলা
C
অন্যের অধিকার সম্পর্কে চিন্তা করা
D
বর্ণিত সবগুলো
গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা:
বিভিন্ন ধরনের মূল্যবোধের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ অন্যতম।
- নৈতিকতা, সহমর্মিতা, আত্মসংযম, পরমত সহিষ্ণুতা এর মতো গুনাবলিগুলো মানুষকে গণতান্ত্রিক আচরণ করতে শেখায়।
- সমাজের কথা, প্রতিবেশীর সুবিধা-অসুবিধা, অন্যের অধিকার সম্পর্কে চিন্তা করা মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ যা আবার গণতান্ত্রিক মূল্যবোধেরই প্রতিফলন।
- মূলত উদারতাবাদ নামক মতবাদ থেকেই এর উৎপত্তি।
- অধ্যাপক জর্জ এইচ সেবাইন উদারতাবাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন "ব্যক্তিস্বাধীনতা, আইনি সুরক্ষা এবং সাংবিধানিক রাষ্ট্রীয় ব্যবস্থার তত্ত্ব ও অনুশীলন হচ্ছে উদারতাবাদ।
মানুষের মানবিক ব্যক্তিত্ব, ব্যক্তিস্বাধীনতা, সহজাত যুক্তিবোধ ও গুণ, এবং পারস্পরিক সম্মতিসহ এমন আরো কয়েকটি গুণের চর্চাই হল উদারতাবাদ, যার সবকটিই গণতান্ত্রিক মূল্যবোধ।
- গণতন্ত্র ব্যর্থ হবার পেছনে গণতান্ত্রিক মূল্যবোধের অভাবকেই দায়ী করা হয়।"
0
Updated: 1 month ago
মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সংঘটিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯১১ সালে
B
১৯১৮ সালে
C
১৯২০ সালে
D
১৯২৮ সালে
অসহযোগ আন্দোলন ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি মূলত খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সর্বভারতীয় পর্যায়ে ব্যাপক গণআন্দোলনের রূপ নেয়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস পথ অবলম্বন করা হলেও পরবর্তীতে সহিংসতার কারণে আন্দোলন স্থগিত হয়ে যায়।
-
১৯২০ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ যৌথ কর্মসূচির মাধ্যমে এক দুর্বার আন্দোলন শুরু করেন।
-
মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন শুরু হয় ১৯২০ সালে।
-
১৯২১-২২ খ্রিস্টাব্দে এ আন্দোলন সর্বভারতীয় গণআন্দোলনে পরিণত হয়।
-
১৯২১ সালে উত্তর প্রদেশের চৌরিচোরা এলাকায় অহিংস আন্দোলন সহিংসতায় পরিণত হলে গান্ধী হঠাৎ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
-
১৯২২ সালে গান্ধীর গ্রেফতারের পর আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়।
0
Updated: 1 month ago