A
৬ ঘণ্টা
B
৫ ঘণ্টা
C
৪ ঘণ্টা
D
৩ ঘণ্টা
উত্তরের বিবরণ
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় ৬ ঘণ্টা আগে। যুক্তরাজ্যের টেমস নদীর পাশে গ্রিনিচ পার্কে মান মন্দির (ব্রিটিশ রয়াল পর্যবেক্ষণাগার) অবস্থিত। মূল মধ্যরেখা বা গ্রিনিচের দ্রাঘিমা শুন্য ডিগ্রি (০^০) ধরা হয়। আর ১^০ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ থেকে 〖৯০〗^০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ × ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা।

0
Updated: 2 months ago