চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কী?
A
আফ্রিদি
B
উইঘুর
C
মাওরি
D
পিগমি
উত্তরের বিবরণ
উইঘুর মুসলিম হলো চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত একটি জাতিগোষ্ঠী, যারা ইসলাম ধর্মাবলম্বী।
-
চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন ও নির্যাতন চালিয়ে আসছে।
অন্য উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী:
-
আফ্রিদি জাতি: পাকিস্তান ও আফগানিস্তানে বসবাসরত উপজাতি।
-
মাওরি জাতি: নিউজিল্যান্ড ভূখণ্ডের আদিবাসী একটি পলিনেশীয় জাতি।
-
পিগমি: আফ্রিকার খর্বাকার জাতি।
উৎস:

0
Updated: 20 hours ago
’সুমাত্রা’ কোন ফসলের উন্নত জাত?
Created: 20 hours ago
A
তামাক
B
তুলা
C
ভুট্টা
D
গম
‘সুমাত্রা’ হলো তামাক ফসলের একটি উন্নত জাত।
বাংলাদেশের অন্যান্য উন্নতমানের ফসলের জাতগুলো:
-
ধান: ইরাটম, ব্রিশাইল, সোনার বাংলা-১, ময়না, হরিধান, চান্দিনাম, নারিকা-১, মালাইরি
-
গম: অগ্রণী-সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত
-
ভুট্টা: উত্তরণ, বর্ণালী, শুভ্র
-
তুলা: রূপালী, ডেলফোজ
-
টমেটো: মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা
-
বেগুন: ইওরা, শুকতারা, তারাপুরী
-
কলা: অগ্নিশ্বর, কানাইবাঁশী, মোহনবাঁশী, বীট জবা, অমৃতসাগর, সিংগাপুরী
উৎস:

0
Updated: 20 hours ago
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয় কতবার?
Created: 20 hours ago
A
৩বার
B
২বার
C
৪বার
D
৫বার
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে দুইবার, যা দেশের আন্তর্জাতিক কূটনীতি ও দায়িত্বশীল অবস্থানের পরিচায়ক।
জাতিসংঘ সম্পর্কিত তথ্য:
-
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
দাপ্তরিক ভাষা: ৬টি
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস [আগস্ট, ২০২৫]
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি
-
বর্তমান সদস্য: ১৯৩টি [আগস্ট, ২০২৫]
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)
বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত দুইবার।
-
প্রথম মেয়াদ: ১৯৭৯-১৯৮০, যেখানে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
-
দ্বিতীয় মেয়াদ: ২০০০-২০০১।
উৎস:

0
Updated: 20 hours ago
জোয়ারভাটায় বিধৌত লবণাক্ত সমতলভূমিকে বলা হয়-
Created: 20 hours ago
A
পার্বত্য বন
B
শালবন
C
মধুপুর বন
D
ম্যানগ্রোভ বন
ম্যানগ্রোভ বন হলো জোয়ারভাটায় প্লাবিত বিস্তীর্ণ লবণাক্ত সমতলভূমি, যা জোয়ারের প্রভাবে নিয়মিত জলমগ্ন হয়।
-
বাংলাদেশের সুন্দরবন হলো এমন একটি ম্যানগ্রোভ বন, যা সমুদ্রের লোনা পানির জোয়ার-ভাটায় বিস্তৃত।
-
এই আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারস্পরিক নির্ভরশীল উপাদান দ্বারা গঠিত, যেমন: পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তু।
অন্য বনাঞ্চল:
-
পার্বত্য বন: সাধারণত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি।
-
মধুপুর বন: মধুপুর শালবনের একটি অংশ, যা টাঙ্গাইল ও গাজীপুর জেলায় বিস্তৃত।
-
শালবন: এক ধরনের বনভূমি যেখানে শালগাছ প্রধান উদ্ভিদ প্রজাতি।
উৎস:

0
Updated: 20 hours ago