মায়া সভ্যতা বিরাজমান ছিল কোন অঞ্চলে?
A
ইউরোপে
B
মধ্য আমেরিকা
C
আফ্রিকা
D
এশিয়া
উত্তরের বিবরণ
মায়া সভ্যতা হলো আমেরিকার প্রাচীন তিনটি সভ্যতার মধ্যে একটি, যা মধ্য আমেরিকায় বিরাজমান ছিল।
-
মায়া সভ্যতা মূলত গুয়েতেমালা ও মেক্সিকোর পূর্বাঞ্চলে অবস্থিত সমৃদ্ধ জনপদে বিরাজমান ছিল।
-
তাদের লিখিত ভাষার রূপ ছবি বা চিহ্ন ব্যবহার করায় অনেকটা হায়ারোগ্লিফিক ধাঁচের ছিল।
-
প্রায় ৮০০টির বেশি ছবি ব্যবহার করে তারা এই লিপির প্রচলন ঘটিয়েছিল।
-
তারা গাছের বাকল দিয়ে তৈরি করা কাগজ থেকে কোডেক্স নামের বই বানাতো।
উৎস:

0
Updated: 20 hours ago
যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদেরকে কী বলা হয়?
Created: 1 week ago
A
আইসোমার
B
আইসোটোপ
C
আইসোটোন
D
আইসোবার
আইসোবার
-
যে সকল নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোবার বলা হয়।
আইসোমার
-
যে সকল নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান, তাদেরকে আইসোমার বলা হয়।
আইসোটোন
-
যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান, তবে ভর সংখ্যা সমান নয়, তাদেরকে আইসোটোন বলা হয়।
আইসোটোপ
-
যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলা হয়।
উৎস: রসায়ন, নবম–দশম শ্রেণি

0
Updated: 1 week ago
নিচের কোন দেশ 'হর্ন অফ আফ্রিকা' এর অংশ নয়?
Created: 1 week ago
A
জিবুতি
B
কেনিয়া
C
ইরিত্রিয়া
D
সোমালিয়া
⇒ কেনিয়া 'হর্ন অফ আফ্রিকা' এর অংশ নয়।
হর্ন অফ আফ্রিকা:
- আফ্রিকার হর্ন বলতে পূর্ব আফ্রিকার অঞ্চল বোঝানো হয়।
- আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এর উত্তর-পূর্ব অংশ আরব সাগরে শিং এর মত বর্ধিত হয়েছে।
- এর অংশগুলো হলো জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া দেশগুলির আবাসস্থল।
- হর্ন অফ আফ্রিকা অঞ্চলের একটি অংশ সোমালি উপদ্বীপ নামেও পরিচিত।
- হর্নে ইথিওপিয়ান মালভূমির উচ্চভূমি, ওগাডেন মরুভূমি এবং ইরিথ্রিয়ান, এবং সোমালিয়ান উপকূলের মতো বিভিন্ন অঞ্চল রয়েছে এবং এটি আমহারা, টাইগ্রে, ওরোমো এবং সোমালি জনগণের আবাসস্থল।
- এর উপকূল লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা ঘেরা।
- এটি দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার সাথে যোগাযোগ করেছে।
তথ্যসূত্র - ব্রিটেনিকা ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
Trafalgar Square- কোথায় অবস্থিত?
Created: 20 hours ago
A
ফ্রান্সে
B
ইংল্যান্ডে
C
চীনে
D
দক্ষিণ কোরিয়া
ট্রাফালগার স্কয়ার হলো ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি বিখ্যাত চত্ত্বর, যা সাধারণ জনগণের মিলনস্থল হিসেবে পরিচিত। এটি ১৮০৫ সালে ইংল্যান্ডের ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সঙ্গে যুদ্ধে জয় উদযাপন করার উদ্দেশ্যে স্থাপিত।
অন্য কিছু উল্লেখযোগ্য স্কয়ার ও তাদের অবস্থান:
-
রেড স্কয়ার: মস্কো, রাশিয়া
-
ট্রাফালগার স্কয়ার: লন্ডন, যুক্তরাজ্য
-
টাইমস স্কয়ার: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্লাজা দে মায়ো: বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
-
সেন্ট পিটার্স স্কয়ার: ভ্যাটিকান সিটি
-
তিয়ানআনমেন স্কয়ার: বেইজিং, চীন
উৎস:

0
Updated: 20 hours ago