'কর্তব্যের জন্য কর্তব্য'-ধারণাটির প্রবর্তক কে?
A
অ্যারিস্টটল
B
ইমানুয়েল কান্ট
C
বার্ট্রান্ড রাসেল
D
জন লক
উত্তরের বিবরণ
কর্তব্যের জন্য কর্তব্যের ধারণার প্রবর্তক হলেন ইমানুয়েল কান্ট, যিনি নৈতিকতা ও নীতিশাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
ইমানুয়েল কান্ট ছিলেন জার্মান নীতিবিজ্ঞানী।
-
তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, এবং শর্তহীন আদেশ।
-
তিনি 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক হিসেবে পরিচিত।
নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত গুরুত্বপূর্ণ বইগুলো:
-
Groundwork for Metaphysics of Morals
-
Critique of Pure Reason
-
Critique of Practical Reason
-
Critique of Judgement
উৎস:
0
Updated: 1 month ago
’ব্রিজটাউন’ কোন দেশের রাজধানী?
Created: 1 month ago
A
কিউবা
B
বার্বাডোস
C
জ্যামাইকা
D
ব্রাজিল
বার্বাডোস দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা তার সমৃদ্ধ সংস্কৃতি ও পর্যটনের জন্য পরিচিত। রাজধানী এবং বৃহত্তম শহর ব্রিজটাউন, যা দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবেও গুরুত্বপূর্ণ। দেশের জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান এবং সরকারী ভাষা হলো ইংরেজি।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগর।
-
রাজধানী ও বৃহত্তম শহর: ব্রিজটাউন।
-
প্রধান ধর্ম: খ্রিস্টান।
-
সরকারী ভাষা: ইংরেজি।
অন্য দেশের রাজধানীসমূহ:
-
কিউবার রাজধানী: হাভানা।
-
ব্রাজিলের রাজধানী: ব্রাসিলিয়া।
-
জ্যামাইকার রাজধানী: কিংস্টন।
0
Updated: 1 month ago
কোন জেলায় সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে?
Created: 1 month ago
A
পুরুলিয়া
B
বর্ধমান
C
হুগলী
D
কলকাতা
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার ইতিহাসে অন্যতম প্রথম দিকের সংগঠিত প্রতিরোধ আন্দোলন। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে এ বিদ্রোহ চলতে থাকে এবং উত্তরবঙ্গসহ বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজদের জন্য এটি ছিল এক বড় চ্যালেঞ্জ।
-
ফকির-সন্ন্যাসী বিদ্রোহের ব্যাপ্তিকাল ছিল প্রায় ৪০ বছর (১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ)।
-
১৭৬০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু হয়।
-
প্রথম বিদ্রোহ সংঘটিত হয় বর্ধমান জেলায়, যেখানে সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
-
১৭৭১ খ্রিস্টাব্দে মজনু শাহ সমগ্র উত্তরবঙ্গে ইংরেজবিরোধী কার্যক্রম শুরু করেন।
-
১৭৭৭ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহসহ বিভিন্ন অঞ্চলে এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এর তীব্রতা ছিল উত্তরবঙ্গে সর্বাধিক।
-
সংঘর্ষে বিদ্রোহীরা অনেক ব্রিটিশ সেনা কর্মকর্তা হত্যা করে এবং কোম্পানির বহু কুঠি লুঠ করে।
-
ফকির মজনু শাহর যুদ্ধ কৌশল ছিল গেরিলা পদ্ধতি।
-
১৭৮৭ সালে মজনু শাহ মৃত্যুবরণ করলে, বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেন মুসা শাহ, সোবান শাহ, চেরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স প্রমুখ ফকির।
-
অবশেষে ১৮০০ খ্রিস্টাব্দে ফকির-সন্ন্যাসীরা চূড়ান্তভাবে পরাজিত হয়।
0
Updated: 1 month ago
জাতিসংঘের কোন বিশেষায়িত প্রতিষ্ঠান শিশু তহবিল, বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে?
Created: 1 month ago
A
UNESCO
B
UNEP
C
UNICEF
D
UNDP
UNICEF বা United Nations Children's Fund হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা ও উন্নয়নের জন্য কাজ করে। এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর।
-
প্রাথমিক নাম: United Nations International Children's Emergency Fund।
-
বর্তমান নাম: ১৯৫৩ সালে নাম পরিবর্তন করে United Nations Children's Fund রাখা হয়।
-
সদরদপ্তর: যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক।
-
বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
-
সদস্য রাষ্ট্র: ১৯৩ টি দেশ।
-
কার্যক্রমের এলাকা: বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চল।
0
Updated: 1 month ago