’ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা?
A
নেদারল্যান্ড
B
জার্মানি
C
ফ্রান্স
D
যুক্তরাজ্য
উত্তরের বিবরণ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা, যা বিভিন্ন দেশে দুর্নীতির মাত্রা পরিমাপ ও প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি করতে কাজ করে।
-
এটি জার্মানি ভিত্তিক এবং ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
-
এর প্রতিষ্ঠাতা জন পিটার ইজেন।
-
সদরদপ্তর অবস্থিত বার্লিন, জার্মানি।
-
১৯৯৫ সাল থেকে এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।
-
বাংলাদেশ প্রথম ২০০১ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয়।
উৎস:
0
Updated: 1 month ago
সার্ক কোন দেশসমূহের একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম?
Created: 1 month ago
A
দক্ষিণ-পূর্ব এশিয়ার
B
দক্ষিণ- পশ্চিম এশিয়ার
C
দক্ষিণ এশিয়ার
D
দক্ষিণ-উত্তর এশিয়ার
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের উদ্দেশ্যে গঠিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন হলো South Asian Association for Regional Cooperation (SAARC)। এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায়।
-
সদরদপ্তর অবস্থিত কাঠমান্ডু, নেপাল।
-
সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি দেশ।
-
সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
-
বর্তমান মহাসচিব হলেন গোলাম সারওয়ার।
-
সার্কের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি দেশ।
-
বর্তমান সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
-
সর্বশেষ সদস্য আফগানিস্তান, যা ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।
0
Updated: 1 month ago
কোন জেলায় সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে?
Created: 1 month ago
A
পুরুলিয়া
B
বর্ধমান
C
হুগলী
D
কলকাতা
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার ইতিহাসে অন্যতম প্রথম দিকের সংগঠিত প্রতিরোধ আন্দোলন। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে এ বিদ্রোহ চলতে থাকে এবং উত্তরবঙ্গসহ বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজদের জন্য এটি ছিল এক বড় চ্যালেঞ্জ।
-
ফকির-সন্ন্যাসী বিদ্রোহের ব্যাপ্তিকাল ছিল প্রায় ৪০ বছর (১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ)।
-
১৭৬০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু হয়।
-
প্রথম বিদ্রোহ সংঘটিত হয় বর্ধমান জেলায়, যেখানে সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
-
১৭৭১ খ্রিস্টাব্দে মজনু শাহ সমগ্র উত্তরবঙ্গে ইংরেজবিরোধী কার্যক্রম শুরু করেন।
-
১৭৭৭ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহসহ বিভিন্ন অঞ্চলে এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এর তীব্রতা ছিল উত্তরবঙ্গে সর্বাধিক।
-
সংঘর্ষে বিদ্রোহীরা অনেক ব্রিটিশ সেনা কর্মকর্তা হত্যা করে এবং কোম্পানির বহু কুঠি লুঠ করে।
-
ফকির মজনু শাহর যুদ্ধ কৌশল ছিল গেরিলা পদ্ধতি।
-
১৭৮৭ সালে মজনু শাহ মৃত্যুবরণ করলে, বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেন মুসা শাহ, সোবান শাহ, চেরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স প্রমুখ ফকির।
-
অবশেষে ১৮০০ খ্রিস্টাব্দে ফকির-সন্ন্যাসীরা চূড়ান্তভাবে পরাজিত হয়।
0
Updated: 1 month ago
UNESCO এর বর্তমান সহযোগী সদস্য দেশ কয়টি? (আগস্ট, ২০২৫)
Created: 1 month ago
A
১০ টি
B
১১ টি
C
১২ টি
D
১৩ টি
UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরূপ - United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো - বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা - ১৯৪টি এবং সহযোগী সদস্য - ১২টি। (আগস্ট, ২০২৫)
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 1 month ago