বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে?
A
প্রধান বিচারপতি
B
আইনমন্ত্রী
C
প্রধান নির্বাচন কমিশনার
D
অ্যাটর্নি জেনারেল
উত্তরের বিবরণ
অ্যাটর্নি জেনারেল হলো দেশের প্রধান আইন কর্মকর্তা, যিনি রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী বিভিন্ন আইনগত দায়িত্ব পালন করেন। সংবিধানের বিভিন্ন ধারায় তার নিয়োগ ও কর্তব্য নির্ধারিত।
-
সংবিধান অনুচ্ছেদ ৬৪(১) অনুযায়ী, সুপ্রীম কোর্টের বিচারক হবার যোগ্য যে কোনও ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিতে পারেন।
-
অনুচ্ছেদ ৬৪(২) অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।
-
তিনি দেশের প্রধান আইন কর্মকর্তা।
-
১৬তম অ্যাটর্নি জেনারেল: জনাব আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
-
১৭তম অ্যাটর্নি জেনারেল: জনাব মোঃ আসাদুজ্জামান [আগস্ট, ২০২৫]।
উল্লেখযোগ্য তথ্য:
-
দেশের বর্তমান প্রধান বিচারপতি: বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ [আগস্ট, ২০২৫]।
-
দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার: এম. নাসির উদ্দিন।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে শিশুর বয়স সীমা কত?
Created: 1 month ago
A
০-১৮ বছর
B
০-৮ বছর
C
১-২০ বছর
D
০-১২ বছর
বাংলাদেশের জাতীয় শিশুনীতি শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত একটি গুরুত্বপূর্ণ নীতি।
-
শিশুর সংজ্ঞা:
-
শিশু: আঠারো বছরের কম বয়সী সকল ব্যক্তি।
-
কিশোর-কিশোরী: ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী শিশু।
-
-
জাতীয় শিশুনীতি – ২০১১:
-
প্রবর্তন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ফেব্রুয়ারি ২০১১।
-
-
পরিধি:
-
নীতি বাংলাদেশের সকল শিশুর জন্য বৈষম্যহীনভাবে প্রযোজ্য।
-
-
মূলনীতি:
-
সংবিধান, শিশু আইন এবং আন্তর্জাতিক সনদসমূহের আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ।
-
শিশু দারিদ্র বিমোচন।
-
শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
-
কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
-
শিশুর সার্বিক সুরক্ষা ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকরণের জন্য পদক্ষেপ গ্রহণ।
-
0
Updated: 1 month ago
Which countries are divided by the Medicine Line (boundary)?
Created: 3 weeks ago
A
Brazil and Bolivia
B
United States and Canada
C
Germany and Poland
D
Egypt and Sudan
মেডিসিন লাইন (Medicine Line) হলো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বিখ্যাত সীমারেখা, যা বিশ্বের অন্যতম দীর্ঘ ও অরক্ষিত আন্তর্জাতিক সীমান্ত হিসেবে পরিচিত। এটি ভৌগোলিক ও ঐতিহাসিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো—
-
অবস্থান ও পরিচয়: মেডিসিন লাইন হলো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমারেখা, যা বিশেষভাবে ৪৯° উত্তর অক্ষরেখা (49th Parallel) বরাবর বিস্তৃত।
-
ভৌগোলিক বৈশিষ্ট্য: ৪৯° উত্তর অক্ষরেখা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তের একটি সোজা রেখা, যা পশ্চিম দিকের বৃহৎ অংশ জুড়ে বিস্তৃত।
-
দৈর্ঘ্য: প্রায় ৫,৫২৫ মাইল (৮,৮৯১ কিলোমিটার) দীর্ঘ, যা একে বিশ্বের সবচেয়ে দীর্ঘ অরক্ষিত (unfortified) সীমান্ত হিসেবে চিহ্নিত করেছে।
-
চুক্তিভিত্তিক প্রতিষ্ঠা: এই সীমারেখা ১৮৪৬ সালের ওরেগন ট্রিটি (Oregon Treaty) দ্বারা নির্ধারিত হয়েছিল, যা ব্রিটিশ উত্তর আমেরিকা (বর্তমান কানাডা) ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভূখণ্ড বিতর্কের অবসান ঘটায়।
-
নামকরণের ইতিহাস: কানাডার স্থানীয় আদিবাসীরা এই সীমারেখাকে “মেডিসিন লাইন” নামে অভিহিত করেন। তাদের বিশ্বাস ছিল, এই অদৃশ্য রেখা অতিক্রম করলেই যুক্তরাষ্ট্রের সেনারা আর তাদের অনুসরণ করত না—যেন এই রেখায় কোনো অলৌকিক ক্ষমতা কাজ করত।
-
গুরুত্ব: এটি শুধু ভৌগোলিক সীমানাই নয়, বরং যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্কের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক হিসেবে বিবেচিত।
0
Updated: 3 weeks ago
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়?
Created: 1 month ago
A
যশোর
B
চাঁপাইনবাবগঞ্জ
C
ফেনী
D
সিলেট
মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ মার্চ ১৯৪৯ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।
-
শিক্ষা জীবন: ১৯৫৩ সালে পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। ১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৬ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
-
সেনা জীবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৮ সালের ২রা জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
-
মুক্তিযুদ্ধ: ৭নং সেক্টরের মহোদিপুর সাব-সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি আরগরারহাট, কানসাট, শাহপুর এলাকায় অসামান্য বীরত্ব দেখিয়ে যুদ্ধ পরিচালনা করেন এবং মুক্তাঞ্চল গঠন করেন।
-
চাপাইনবাবগঞ্জ অভিযান: ১২ই ডিসেম্বর তার নেতৃত্বে মুক্তিবাহিনী চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
-
শহীদ: ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানি বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন। পরদিন সহযোদ্ধারা তার লাশ উদ্ধার করে শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে সমাহিত করেন।
0
Updated: 1 month ago