What is the name of Paul’s sister in the novel Sons and Lovers?
A
Annie Morel
B
Clara Morel
C
Miriam Morel
D
Elizabeth Morel
উত্তরের বিবরণ
Annie Morel হলো Paul–এর একমাত্র বোন। তার চরিত্র উপন্যাসে বড় ভূমিকা না খেলেও পরিবার ও নারীদের জীবনের আরেকটি দিক তুলে ধরে। Annie ছোটবেলা থেকেই পরিবারের সমস্যাগুলো দেখে বড় হয়। Lawrence তার মাধ্যমে দেখিয়েছেন মেয়ে সন্তানরা কীভাবে কঠিন বাস্তবতায় মানিয়ে নিতে শেখে।
0
Updated: 1 month ago
Which town do the Morels live in?
Created: 3 weeks ago
A
Bestwood
B
Eastwood
C
Nottingham
D
Manchester
D.H. Lawrence-এর Sons and Lovers উপন্যাসে Morel পরিবার বসবাস করে Bestwood নামের এক কাল্পনিক খনিশহরে। লেখক এই শহরটি নির্মাণ করেছেন তাঁর নিজের জন্মস্থান Eastwood-এর আদলে, যা ইংল্যান্ডের Nottinghamshire অঞ্চলে অবস্থিত। Bestwood-এর পরিবেশ, শ্রমজীবী মানুষদের জীবনযাপন ও খনি-সংস্কৃতি Lawrence-এর ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন।
Bestwood হলো একটি fictional mining town, যেখানে উপন্যাসের মূল ঘটনাগুলো ঘটে।
-
এর পটভূমি নেওয়া হয়েছে Lawrence-এর বাস্তব শহর Eastwood থেকে।
-
স্থানটির মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবন, সামাজিক টানাপোড়েন ও পারিবারিক সম্পর্ক ফুটে উঠেছে।
-
এই শহরের বর্ণনা লেখকের আত্মজীবনীমূলক অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত।
0
Updated: 3 weeks ago
Which son dies early due to illness in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Paul Morel
B
William Morel
C
Arthur Morel
D
Ernest Morel
William Morel মায়ের সবচেয়ে প্রিয় ছেলে ছিল। চাকরির কারণে সে লন্ডনে যায়, কিন্তু অসুস্থ হয়ে মারা যায়। তার মৃত্যু Gertrude–এর জন্য বড় আঘাত হয়ে আসে। এরপর মায়ের সমস্ত ভালোবাসা ও নির্ভরতা Paul–এর ওপর পড়ে। এই ঘটনা Paul–এর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
0
Updated: 1 month ago
Who wrote Sons and Lovers?
Created: 3 months ago
A
William Butler Yeats
B
Thomas Hardy
C
Charles Dickens
D
D. H. Lawrence
0
Updated: 3 months ago