Who helps Paul through his grief after Gertrude’s death in the novel Sons and Lovers?
A
No one, he faces it alone
B
Miriam
C
Clara
D
Walter
উত্তরের বিবরণ
Gertrude মারা যাওয়ার পর Paul পুরোপুরি একা হয়ে যায়। Miriam ও Clara তাকে ধরে রাখতে পারে না। Lawrence দেখিয়েছেন, শেষ পর্যন্ত মানুষকে নিজের একাকিত্ব নিজেকেই বহন করতে হয়।
0
Updated: 1 month ago
What natural element is often used as a symbol of passion in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Flowers and fields
B
Rivers and rain
C
Fire and heat
D
Mountains and rocks
Lawrence আগুনকে ব্যবহার করেছেন আবেগ ও কামনার প্রতীক হিসেবে। Gertrude–এর মনের আগুন, Paul–এর প্রেমিকাদের প্রতি আকর্ষণ—সবকিছুই আগুনের প্রতীকে প্রকাশ পায়। Fire–এর দ্বৈত অর্থ আছে, একদিকে উষ্ণতা, অন্যদিকে ধ্বংস।
1
Updated: 1 month ago
‘The White Peacock’ is the first novel of which author?
Created: 1 month ago
A
Thomas Hardy
B
D.H. Lawrence
C
Jane Austen
D
Charles Dickens
‘The White Peacock’ হলো D.H. Lawrence-এর প্রথম উপন্যাস।
-
The White Peacock:
-
D.H. Lawrence রচিত প্রথম উপন্যাস।
-
এটি ১৯১১ সালে প্রকাশিত হয়।
-
উপন্যাসে Lawrence-এর narrative techniques নিয়ে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা লক্ষ্য করা যায়।
-
প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বর্ণনামূলক চিত্রকল্পের ব্যবহার এবং চরিত্রগুলোর মানসিক গভীরতা ফুটিয়ে তোলার ক্ষমতা এটিকে বিশেষ করে।
-
উপন্যাসটি ইংল্যান্ডের গ্রামীণ অঞ্চলের একটি পরিবারের জীবনকে কেন্দ্র করে লেখা।
-
শিরোনামে উল্লিখিত সাদা ময়ূর সৌন্দর্য, বিশুদ্ধতা এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
এটি আধুনিকতাবাদী উপন্যাস যা মানব সম্পর্ক, প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ, এবং সামাজিক শ্রেণিবিভাগের জটিলতা নিয়ে আলোচনা করে।
-
-
প্রধান চরিত্র:
-
Cyril Beardsall
-
Lettie Beardsall
-
Maud Haxby
-
George Saxton
-
The White Peacock
-
Mr. Sykes
-
Mrs. Sykes
-
-
D.H. Lawrence (1885-1930):
-
সম্পূর্ণ নাম David Herbert Lawrence, English novelist, short story writer, poet, playwright, essayist, travel writer, এবং letter writer।
-
আধুনিক ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
-
তার লেখায় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং আধ্যাত্মিক জাগরণের গুরুত্ব ফুটে ওঠে।
-
উপন্যাস Sons and Lovers (1913), The Rainbow (1915), এবং Women in Love (1920)-এর জন্য বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হিসেবে তিনি পরিচিত।
-
লেখার বৈচিত্র্য এবং গভীরতার কারণে তিনি আধুনিক সাহিত্যে এক অনন্য প্রতিভা হিসেবে বিবেচিত।
-
-
অন্যান্য উপন্যাস:
-
Aaron’s Rod
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
-
0
Updated: 1 month ago
What narrative style is dominant in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Psychological realism
B
Gothic romance
C
Comic irony
D
Allegorical satire
Lawrence মানুষের মনের গভীরতা তুলে ধরেছেন। চরিত্ররা যেভাবে ভাবনা, দ্বন্দ্ব আর আবেগের মধ্য দিয়ে যায়, তা বাস্তবভাবে চিত্রিত হয়েছে। এই স্টাইলেই উপন্যাসের শক্তি।
1
Updated: 1 month ago