What kind of relationship does Paul have with Miriam in the novel Sons and Lovers?
A
Spiritual but strained
B
Purely physical
C
Political alliance
D
Distant friendship
উত্তরের বিবরণ
Miriam Paul–কে গভীরভাবে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা বেশি আধ্যাত্মিক। Paul মনে করে, Miriam তাকে শ্বাসরুদ্ধ করে রাখে। তাদের সম্পর্ক তাই টানাপোড়েন ও দ্বন্দ্বে ভরা। Lawrence দেখিয়েছেন, আধ্যাত্মিক ভালোবাসা শারীরিক আকর্ষণ ছাড়া পূর্ণ হতে পারে না।

0
Updated: 21 hours ago
Who helps Paul through his grief after Gertrude’s death in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
No one, he faces it alone
B
Miriam
C
Clara
D
Walter
Gertrude মারা যাওয়ার পর Paul পুরোপুরি একা হয়ে যায়। Miriam ও Clara তাকে ধরে রাখতে পারে না। Lawrence দেখিয়েছেন, শেষ পর্যন্ত মানুষকে নিজের একাকিত্ব নিজেকেই বহন করতে হয়।

0
Updated: 21 hours ago
What is the name of Paul’s sister in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Annie Morel
B
Clara Morel
C
Miriam Morel
D
Elizabeth Morel
Annie Morel হলো Paul–এর একমাত্র বোন। তার চরিত্র উপন্যাসে বড় ভূমিকা না খেলেও পরিবার ও নারীদের জীবনের আরেকটি দিক তুলে ধরে। Annie ছোটবেলা থেকেই পরিবারের সমস্যাগুলো দেখে বড় হয়। Lawrence তার মাধ্যমে দেখিয়েছেন মেয়ে সন্তানরা কীভাবে কঠিন বাস্তবতায় মানিয়ে নিতে শেখে।

0
Updated: 21 hours ago
Which character is known for working in the lace factory in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Clara Dawes
B
Miriam Leivers
C
Annie Morel
D
Beatrice Wyld
Clara Dawes লেইস ফ্যাক্টরিতে কাজ করত। তার চরিত্র আধুনিক, স্বাধীনচেতা এবং বিদ্রোহী নারী হিসেবে উপস্থাপিত। Lawrence তাকে এমনভাবে এঁকেছেন যে সে সমাজের নিয়ম ভেঙে নিজস্ব জীবন গড়ে তুলতে চায়। Paul–এর সাথে তার সম্পর্কও শারীরিক আকর্ষণে ভরা।

0
Updated: 21 hours ago