What narrative style is dominant in the novel Sons and Lovers?
A
Psychological realism
B
Gothic romance
C
Comic irony
D
Allegorical satire
উত্তরের বিবরণ
Lawrence মানুষের মনের গভীরতা তুলে ধরেছেন। চরিত্ররা যেভাবে ভাবনা, দ্বন্দ্ব আর আবেগের মধ্য দিয়ে যায়, তা বাস্তবভাবে চিত্রিত হয়েছে। এই স্টাইলেই উপন্যাসের শক্তি।
1
Updated: 1 month ago
Who is Clara Dawes?
Created: 3 weeks ago
A
Paul’s sister
B
Paul’s first love
C
Paul’s romantic interest
D
A friend of Paul's mother
Clara Dawes হল পলের রোমান্টিক আগ্রহ এবং পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ প্রেমিক চরিত্র। Sons and Lovers এ, ক্লারা একজন স্বাধীনচেতা এবং বুদ্ধিমান নারী, যিনি পলের আবেগিক এবং মানসিক জীবনকে প্রভাবিত করেন। ক্লারা এবং পলের সম্পর্ক তার মানসিক দ্বন্দ্ব এবং মাতৃভক্তির কারণে জটিল হয়।
Lawrence দেখান, পল তার মায়ের প্রতি আবেগের কারণে ক্লারার সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক তৈরি করতে পারেনি, যা তার জীবনকে আবেগিক ও মানসিক চাপের মধ্যে রাখে। ক্লারার চরিত্রের মাধ্যমে উপন্যাসে প্রেম, স্বাধীনতা এবং সামাজিক সীমাবদ্ধতার থিম প্রতিফলিত হয়েছে।
0
Updated: 3 weeks ago
‘Lady Chatterley’s Lover’ was written by the author of-
Created: 2 months ago
A
Lord Jim
B
The Rainbow
C
Ulysses
D
A Passage to India
'Lady Chatterley's Lover' উপন্যাসটির রচয়িতা D.H. Lawrence। এবার option গুলো দেখা যাক-
সুতরাং, সঠিক উত্তর Option খ।
0
Updated: 1 month ago
The setting of Bestwood and the surrounding mining community serves to:
Created: 4 weeks ago
A
Provide an idyllic backdrop for Paul's romantic encounters.
B
Emphasize the stark beauty of nature unspoiled by industry.
C
Highlight the brutalizing effects of industrial labor on men and the rigid class structures of the time.
D
Symbolize the progress and prosperity of the Victorian era.
নটিংহামশায়ারের কয়লাখনির উদাস, শিল্প প্রধান পরিবেশ শুধুমাত্র পটভূমি নয়; এটি নিজেই একটি চরিত্র। এটি চরিত্রগুলোর জীবন, ব্যক্তিত্ব এবং সীমাবদ্ধতাকে প্রভাবিত করে, বিশেষ করে Walter Morel এবং অন্যান্য খনিকারদের ক্ষেত্রে।
-
কঠোর কর্মপরিস্থিতি, দারিদ্র্য এবং সুযোগের অভাব পরিবারকে সংগ্রামের মুখোমুখি করে এবং তাদের জীবনের কঠোর বাস্তবতা উপস্থাপন করে, যা উপন্যাসের সামাজিক বাস্তবতার প্রতি গুরুত্ব আরোপ করে।
-
খনি সম্প্রদায় কোনো স্নিগ্ধ বা আদর্শ স্থান নয়, বরং এটি এমন একটি কঠোর পরিবেশ যা পুরুষদের, বিশেষ করে Walter Morel-এর, ওপর প্রভাব ফেলে এবং শ্রমজীবী মানুষের জীবনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে।
-
এই শিল্প প্রধান পরিবেশ থেকেই Gertrude তার সন্তানদের রক্ষা করতে চান, তাদের এই কঠোর জীবন থেকে উদ্ধার করার চেষ্টা করেন।
0
Updated: 4 weeks ago