বর্তমানে দেশে কতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে? [ আগস্ট, ২০২৫]
A
৫টি
B
৭টি
C
৮টি
D
১০টি
উত্তরের বিবরণ
বাংলাদেশ ব্যাংক থেকে বের করা নোটগুলোকে ব্যাংক নোট বলা হয়, যা দেশের সরকারি লেনদেনের জন্য বৈধ চালান হিসেবে ব্যবহৃত হয়।
-
এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
-
বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
-
প্রচলিত ব্যাংক নোটগুলো হলো: ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, এবং ১০০০ টাকার নোট।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট, যা অর্থ মন্ত্রণালয় বের করে এবং এতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
-
নতুন ১০০ টাকার নোটে সামনের অংশে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে।
-
নোটের পিছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য।
-
জলছাপ হিসেবে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নীচে ‘১০০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
উৎস:

0
Updated: 21 hours ago
আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
বাগদাদ
B
কায়রো
C
জেদ্দা
D
আম্মান
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (আগস্ট, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (আগস্ট, ২০২৫)
তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
কোন রঙের আলাের
তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
Created: 1 week ago
A
বেগুনি
B
নীল
C
কমলা
D
লাল
আলোর তরঙ্গদৈর্ঘ্য
-
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
-
তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
-
তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
-
লাল আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
-
বেগুনি আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি।

0
Updated: 1 week ago
একনেক (ECNEC)-এর প্রধান কে?
Created: 21 hours ago
A
প্রধানমন্ত্রী
B
বাণিজ্যমন্ত্রী
C
অর্থমন্ত্রী
D
রাষ্ট্রপতি
একনেক (ECNEC) হলো বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি হিসেবে কাজ করে।
-
ECNEC-এর পূর্ণরূপ হলো Executive Committee of the National Economic Council।
-
একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
-
এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
-
বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী।
-
সদস্য হলেন পরিকল্পনা মন্ত্রী।
উৎস:

0
Updated: 21 hours ago