What activity does Paul enjoy with Miriam in the novel Sons and Lovers?
A
Reading books together
B
Horse riding
C
Dancing
D
Cooking
উত্তরের বিবরণ
Paul ও Miriam বই পড়তে ভালোবাসে। তারা একসাথে পড়াশোনা করে এবং জীবন নিয়ে গভীর আলোচনা করে। এই যৌথ অভিজ্ঞতা তাদের সম্পর্ককে আধ্যাত্মিক দিক থেকে শক্তিশালী করে। তবে শারীরিক সম্পর্কের অভাব তাদের দূরে সরিয়ে দেয়।

0
Updated: 21 hours ago
Who wrote Sons and Lovers?
Created: 1 month ago
A
D. H. Lawrence
B
Thomas Hardy
C
Charles Dickens
D
William Butler Yeats

0
Updated: 1 month ago
What does Clara Dawes symbolize in Paul’s life in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Sensual passion
B
Religious devotion
C
Domestic peace
D
Political power
Clara Dawes হলো Paul–এর শারীরিক আকাঙ্ক্ষার প্রতীক। সে স্বাধীনচেতা, সাহসী এবং স্বামীর সাথে সম্পর্ক ভাঙার পর নতুন অভিজ্ঞতা খোঁজে। Paul–এর সাথে তার সম্পর্ক পুরোপুরি শারীরিক এবং উত্তেজনাপূর্ণ, যা Miriam–এর আধ্যাত্মিক ভালোবাসার বিপরীতে দাঁড়ায়।

0
Updated: 21 hours ago
What is the ending mood of Paul’s journey in the novel Sons and Lovers?
Created: 16 hours ago
A
Lonely but determined to live
B
Joyful reunion with Miriam
C
Peaceful life with Clara
D
Reconciliation with his father
সবশেষে Paul একা হয়ে যায়। Miriam ও Clara কেউই তার জীবনে স্থায়ী হয় না। মায়ের মৃত্যু তাকে ভেঙে দেয়। তবুও Paul সিদ্ধান্ত নেয় সে বাঁচবে। তার যাত্রা একাকিত্বে ভরা, কিন্তু জীবনের প্রতি দৃঢ় সংকল্পই তাকে এগিয়ে নিয়ে যাবে।

0
Updated: 16 hours ago