What causes conflict between Gertrude and Walter Morel in the novel Sons and Lovers?
A
Drinking and irresponsibility
B
Religious differences
C
Political beliefs
D
Property disputes
উত্তরের বিবরণ
Walter Morel প্রায়ই মদ্যপান করে, সংসারের প্রতি দায়িত্ব নেয় না। Gertrude শিক্ষিত ও সংবেদনশীল হওয়ায় স্বামীর এই জীবনযাপন তার কাছে অসহনীয় মনে হয়। ফলে তাদের দাম্পত্য জীবন ভাঙনের দিকে যায়। Lawrence এই দ্বন্দ্বের মাধ্যমে শ্রেণি ও মানসিকতার সংঘাত দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
What is the primary theme of Sons and Lovers in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Oedipus complex and family conflict
B
Heroic battle and sacrifice
C
Political rebellion and freedom
D
Social comedy and satire
উপন্যাসের মূল থিম হলো Oedipus complex। Gertrude Morel তার ছেলেদের জীবনে গভীরভাবে জড়িয়ে পড়েন। William–এর মৃত্যু Paul–এর ওপর তার ভালোবাসা কেন্দ্রীভূত করে। ফলে Paul প্রেমিকাদের সাথে পূর্ণ সম্পর্ক গড়তে পারে না। মা–ছেলের এই জটিল সম্পর্কই উপন্যাসের প্রাণকেন্দ্র।
0
Updated: 1 month ago
What activity does Paul enjoy with Miriam in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Reading books together
B
Horse riding
C
Dancing
D
Cooking
Paul ও Miriam বই পড়তে ভালোবাসে। তারা একসাথে পড়াশোনা করে এবং জীবন নিয়ে গভীর আলোচনা করে। এই যৌথ অভিজ্ঞতা তাদের সম্পর্ককে আধ্যাত্মিক দিক থেকে শক্তিশালী করে। তবে শারীরিক সম্পর্কের অভাব তাদের দূরে সরিয়ে দেয়।
1
Updated: 1 month ago
What is the name of Paul’s sister in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Annie Morel
B
Clara Morel
C
Miriam Morel
D
Elizabeth Morel
Annie Morel হলো Paul–এর একমাত্র বোন। তার চরিত্র উপন্যাসে বড় ভূমিকা না খেলেও পরিবার ও নারীদের জীবনের আরেকটি দিক তুলে ধরে। Annie ছোটবেলা থেকেই পরিবারের সমস্যাগুলো দেখে বড় হয়। Lawrence তার মাধ্যমে দেখিয়েছেন মেয়ে সন্তানরা কীভাবে কঠিন বাস্তবতায় মানিয়ে নিতে শেখে।
0
Updated: 1 month ago