Which character is Gertrude Morel most emotionally attached to in the novel Sons and Lovers?
A
Paul Morel
B
Arthur Morel
C
William Morel
D
Walter Morel
উত্তরের বিবরণ
William মারা যাওয়ার পর Gertrude তার সমস্ত ভালোবাসা Paul–এর ওপর ঢেলে দেয়। মা–ছেলের এই মানসিক বন্ধন এত গভীর হয় যে Paul অন্য নারীর সাথে পূর্ণ সম্পর্ক গড়তে পারে না। Lawrence এই সম্পর্কের মধ্যে Oedipus complex–এর প্রতিচ্ছবি দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
Who wrote Sons and Lovers?
Created: 2 months ago
A
D. H. Lawrence
B
Thomas Hardy
C
Charles Dickens
D
William Butler Yeats
0
Updated: 2 months ago
What causes conflict between Gertrude and Walter Morel in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Drinking and irresponsibility
B
Religious differences
C
Political beliefs
D
Property disputes
Walter Morel প্রায়ই মদ্যপান করে, সংসারের প্রতি দায়িত্ব নেয় না। Gertrude শিক্ষিত ও সংবেদনশীল হওয়ায় স্বামীর এই জীবনযাপন তার কাছে অসহনীয় মনে হয়। ফলে তাদের দাম্পত্য জীবন ভাঙনের দিকে যায়। Lawrence এই দ্বন্দ্বের মাধ্যমে শ্রেণি ও মানসিকতার সংঘাত দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
What is the ending mood of Paul’s journey in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Lonely but determined to live
B
Joyful reunion with Miriam
C
Peaceful life with Clara
D
Reconciliation with his father
সবশেষে Paul একা হয়ে যায়। Miriam ও Clara কেউই তার জীবনে স্থায়ী হয় না। মায়ের মৃত্যু তাকে ভেঙে দেয়। তবুও Paul সিদ্ধান্ত নেয় সে বাঁচবে। তার যাত্রা একাকিত্বে ভরা, কিন্তু জীবনের প্রতি দৃঢ় সংকল্পই তাকে এগিয়ে নিয়ে যাবে।
0
Updated: 1 month ago