What narrative style is dominant in the novel Sons and Lovers?
A
Psychological realism
B
Gothic romance
C
Comic irony
D
Allegorical satire
উত্তরের বিবরণ
Lawrence মানুষের মনের গভীরতা তুলে ধরেছেন। চরিত্ররা যেভাবে ভাবনা, দ্বন্দ্ব আর আবেগের মধ্য দিয়ে যায়, তা বাস্তবভাবে চিত্রিত হয়েছে। এই স্টাইলেই উপন্যাসের শক্তি।

0
Updated: 21 hours ago
Which character is Gertrude Morel most emotionally attached to in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Paul Morel
B
Arthur Morel
C
William Morel
D
Walter Morel
William মারা যাওয়ার পর Gertrude তার সমস্ত ভালোবাসা Paul–এর ওপর ঢেলে দেয়। মা–ছেলের এই মানসিক বন্ধন এত গভীর হয় যে Paul অন্য নারীর সাথে পূর্ণ সম্পর্ক গড়তে পারে না। Lawrence এই সম্পর্কের মধ্যে Oedipus complex–এর প্রতিচ্ছবি দেখিয়েছেন।

0
Updated: 21 hours ago
Who is Paul Morel’s father in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Walter Morel
B
William Morel
C
Thomas Jordan
D
Baxter Dawes
Paul–এর বাবা Walter Morel। তিনি কয়লা খনির শ্রমিক, যিনি প্রায়ই মদ্যপান করেন এবং পরিবারের সাথে ঝগড়া করেন। তার চরিত্র কষ্টকর শ্রমজীবী জীবনের প্রতীক। মায়ের শিক্ষিত ও সংবেদনশীল স্বভাবের সাথে বাবার এই রূঢ়তা মিলিয়ে পরিবারে সংঘাত তৈরি হয়।

0
Updated: 21 hours ago
Who becomes Paul’s final emotional support after his mother’s death in the novel Sons and Lovers?
Created: 17 hours ago
A
Himself alone
B
Miriam
C
Clara
D
Annie
Gertrude মারা যাওয়ার পর Paul পুরোপুরি একা হয়ে যায়। Miriam ও Clara কারোর সাথেই তার সম্পর্ক স্থায়ী হয় না। শেষ পর্যন্ত সে একাকী থেকে যায়, নিজের পথ নিজেই খুঁজে নিতে হয়। Lawrence এখানে আধুনিক মানুষের একাকিত্বের প্রতীক দেখিয়েছেন।

0
Updated: 17 hours ago