What role does nature play in the novel Sons and Lovers?
A
Reflection of emotions
B
Pure background scenery
C
Political metaphor
D
Economic symbol
উত্তরের বিবরণ
প্রকৃতি উপন্যাসে চরিত্রদের আবেগ প্রতিফলিত করে। মাঠ, ফুল, নদী—সবকিছু Paul–এর মানসিক অবস্থাকে প্রতীকীভাবে দেখায়। Lawrence প্রকৃতিকে মানুষের আবেগের আয়না করেছেন।

0
Updated: 21 hours ago
What does Paul give his mother to ease her suffering in the novel Sons and Lovers?
Created: 16 hours ago
A
Morphine
B
Herbal medicine
C
Alcohol
D
Arsenic
Gertrude ক্যানসারে ভুগছিলেন। Paul তাকে কষ্ট থেকে মুক্তি দিতে মরফিন দেয়। এটি দারুণ মানসিক দ্বন্দ্বের মুহূর্ত। Lawrence এই ঘটনায় মা–ছেলের গভীর সম্পর্ক ও মৃত্যুর করুণ বাস্তবতা তুলে ধরেছেন।

0
Updated: 16 hours ago
What literary genre best describes Sons and Lovers?
Created: 21 hours ago
A
Bildungsroman
B
Gothic romance
C
Historical epic
D
Satirical comedy
Sons and Lovers একটি Bildungsroman, অর্থাৎ ব্যক্তিত্ব ও মানসিক বিকাশের উপন্যাস। Paul–এর শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার যাত্রা, তার মায়ের সাথে সম্পর্ক, প্রেমের অভিজ্ঞতা—সবকিছু Lawrence গভীরভাবে দেখিয়েছেন। তার সংগ্রাম হলো আত্মপরিচয় খুঁজে পাওয়া।

0
Updated: 21 hours ago
What is the primary theme of Sons and Lovers in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Oedipus complex and family conflict
B
Heroic battle and sacrifice
C
Political rebellion and freedom
D
Social comedy and satire
উপন্যাসের মূল থিম হলো Oedipus complex। Gertrude Morel তার ছেলেদের জীবনে গভীরভাবে জড়িয়ে পড়েন। William–এর মৃত্যু Paul–এর ওপর তার ভালোবাসা কেন্দ্রীভূত করে। ফলে Paul প্রেমিকাদের সাথে পূর্ণ সম্পর্ক গড়তে পারে না। মা–ছেলের এই জটিল সম্পর্কই উপন্যাসের প্রাণকেন্দ্র।

0
Updated: 21 hours ago