What literary genre best describes Sons and Lovers?
A
Bildungsroman
B
Gothic romance
C
Historical epic
D
Satirical comedy
উত্তরের বিবরণ
Sons and Lovers একটি Bildungsroman, অর্থাৎ ব্যক্তিত্ব ও মানসিক বিকাশের উপন্যাস। Paul–এর শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার যাত্রা, তার মায়ের সাথে সম্পর্ক, প্রেমের অভিজ্ঞতা—সবকিছু Lawrence গভীরভাবে দেখিয়েছেন। তার সংগ্রাম হলো আত্মপরিচয় খুঁজে পাওয়া।
1
Updated: 1 month ago
What is the primary cause of the early deterioration of Gertrude and Walter Morel's marriage?
Created: 4 weeks ago
A
Walter's infidelity and Gertrude's jealousy.
B
Gertrude's intellectual superiority and Walter's lack of ambition and alcoholism.
C
Their differing religious beliefs.
D
Financial ruin brought on by failed business ventures.
জার্ট্রুড এক বেশি পরিশীলিত, মধ্যবিত্ত পরিবারের পটভূমি থেকে এসেছেন এবং তার বুদ্ধিবৃত্তিক ও সামাজিক আকাঙ্ক্ষা রয়েছে, যা তার শ্রমজীবী স্বামী ওয়াল্টার ভাগ করতে পারে না। ওয়াল্টারের মদ্যপান এবং অর্থ পরিচালনার অক্ষমতা তাকে হতাশ ও ক্রুদ্ধ করে, যার ফলে তার প্রতি তার সম্মান ও ভালোবাসা কমে যায়।
0
Updated: 4 weeks ago
Which town do the Morels live in?
Created: 3 weeks ago
A
Bestwood
B
Eastwood
C
Nottingham
D
Manchester
D.H. Lawrence-এর Sons and Lovers উপন্যাসে Morel পরিবার বসবাস করে Bestwood নামের এক কাল্পনিক খনিশহরে। লেখক এই শহরটি নির্মাণ করেছেন তাঁর নিজের জন্মস্থান Eastwood-এর আদলে, যা ইংল্যান্ডের Nottinghamshire অঞ্চলে অবস্থিত। Bestwood-এর পরিবেশ, শ্রমজীবী মানুষদের জীবনযাপন ও খনি-সংস্কৃতি Lawrence-এর ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন।
Bestwood হলো একটি fictional mining town, যেখানে উপন্যাসের মূল ঘটনাগুলো ঘটে।
-
এর পটভূমি নেওয়া হয়েছে Lawrence-এর বাস্তব শহর Eastwood থেকে।
-
স্থানটির মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবন, সামাজিক টানাপোড়েন ও পারিবারিক সম্পর্ক ফুটে উঠেছে।
-
এই শহরের বর্ণনা লেখকের আত্মজীবনীমূলক অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত।
0
Updated: 3 weeks ago
What natural element is often used as a symbol of passion in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Flowers and fields
B
Rivers and rain
C
Fire and heat
D
Mountains and rocks
Lawrence আগুনকে ব্যবহার করেছেন আবেগ ও কামনার প্রতীক হিসেবে। Gertrude–এর মনের আগুন, Paul–এর প্রেমিকাদের প্রতি আকর্ষণ—সবকিছুই আগুনের প্রতীকে প্রকাশ পায়। Fire–এর দ্বৈত অর্থ আছে, একদিকে উষ্ণতা, অন্যদিকে ধ্বংস।
1
Updated: 1 month ago