What natural element is often used as a symbol of passion in the novel Sons and Lovers?
A
Flowers and fields
B
Rivers and rain
C
Fire and heat
D
Mountains and rocks
উত্তরের বিবরণ
Lawrence আগুনকে ব্যবহার করেছেন আবেগ ও কামনার প্রতীক হিসেবে। Gertrude–এর মনের আগুন, Paul–এর প্রেমিকাদের প্রতি আকর্ষণ—সবকিছুই আগুনের প্রতীকে প্রকাশ পায়। Fire–এর দ্বৈত অর্থ আছে, একদিকে উষ্ণতা, অন্যদিকে ধ্বংস।

0
Updated: 21 hours ago
What subject does Miriam love to discuss in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Religion and spirituality
B
Politics and war
C
Fashion and beauty
D
Business and trade
Miriam ধর্মপ্রাণ এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে। সে বই পড়ে এবং জীবনের গভীরতা নিয়ে ভাবে। Paul–এর সাথে তার সম্পর্কেও এই আলোচনাই প্রাধান্য পায়। তবে শারীরিক দিকের অভাব সম্পর্ককে জটিল করে তোলে।

0
Updated: 21 hours ago
Which theme is central besides Oedipus complex in the novel Sons and Lovers?
Created: 16 hours ago
A
Class conflict
B
Colonialism
C
Heroism
D
Adventure
Gertrude মধ্যবিত্ত পরিবার থেকে, Walter শ্রমজীবী। তাদের দাম্পত্য জীবনের সংঘাত শ্রেণি পার্থক্য থেকে আসে। Lawrence দেখিয়েছেন, সামাজিক শ্রেণি পার্থক্য কিভাবে ভালোবাসা ও পরিবারের স্থিতি নষ্ট করে দেয়।

0
Updated: 16 hours ago
What causes conflict between Gertrude and Walter Morel in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Drinking and irresponsibility
B
Religious differences
C
Political beliefs
D
Property disputes
Walter Morel প্রায়ই মদ্যপান করে, সংসারের প্রতি দায়িত্ব নেয় না। Gertrude শিক্ষিত ও সংবেদনশীল হওয়ায় স্বামীর এই জীবনযাপন তার কাছে অসহনীয় মনে হয়। ফলে তাদের দাম্পত্য জীবন ভাঙনের দিকে যায়। Lawrence এই দ্বন্দ্বের মাধ্যমে শ্রেণি ও মানসিকতার সংঘাত দেখিয়েছেন।

0
Updated: 21 hours ago