Who is Paul Morel’s father in the novel Sons and Lovers?
A
Walter Morel
B
William Morel
C
Thomas Jordan
D
Baxter Dawes
উত্তরের বিবরণ
Paul–এর বাবা Walter Morel। তিনি কয়লা খনির শ্রমিক, যিনি প্রায়ই মদ্যপান করেন এবং পরিবারের সাথে ঝগড়া করেন। তার চরিত্র কষ্টকর শ্রমজীবী জীবনের প্রতীক। মায়ের শিক্ষিত ও সংবেদনশীল স্বভাবের সাথে বাবার এই রূঢ়তা মিলিয়ে পরিবারে সংঘাত তৈরি হয়।
0
Updated: 1 month ago
What is the primary cause of the early deterioration of Gertrude and Walter Morel's marriage?
Created: 4 weeks ago
A
Walter's infidelity and Gertrude's jealousy.
B
Gertrude's intellectual superiority and Walter's lack of ambition and alcoholism.
C
Their differing religious beliefs.
D
Financial ruin brought on by failed business ventures.
জার্ট্রুড এক বেশি পরিশীলিত, মধ্যবিত্ত পরিবারের পটভূমি থেকে এসেছেন এবং তার বুদ্ধিবৃত্তিক ও সামাজিক আকাঙ্ক্ষা রয়েছে, যা তার শ্রমজীবী স্বামী ওয়াল্টার ভাগ করতে পারে না। ওয়াল্টারের মদ্যপান এবং অর্থ পরিচালনার অক্ষমতা তাকে হতাশ ও ক্রুদ্ধ করে, যার ফলে তার প্রতি তার সম্মান ও ভালোবাসা কমে যায়।
0
Updated: 4 weeks ago
Who is not an Irish writer?
Created: 2 months ago
A
Oscar Wilde
B
James Joyce
C
Jonathan Swift
D
D. H. Lawrence
David Herbert Richards Lawrence (D.H. Lawrence) একজন বিখ্যাত ঔপন্যাসিক ও চিত্রকর। তিনি ১৮৮৫ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর তারিখে ইংল্যান্ডের Nottinghamshire শহরের Eastwood নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত রচনাসমূহ হল- The White Peacock (novel), The White Horse (poem), Sons and Lovers (autobiography), The Rainbow (novel), Lady Chatterley's Lovers (novel) ইত্যাদি।
1
Updated: 2 months ago
Which character works as a clerk in Nottingham in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Paul Morel
B
William Morel
C
Arthur Morel
D
Baxter Dawes
Paul শুরুতে একটি ক্লার্কের কাজ নেয় Nottingham–এ। পরে সে শিল্পক্ষেত্রে কাজ শুরু করে। Lawrence Paul–এর কাজের বর্ণনা দিয়ে শ্রমিক শ্রেণির জীবনধারা ও শিল্প বিপ্লব–উত্তর সমাজ তুলে ধরেছেন। তার চরিত্রে ব্যক্তিগত ও সামাজিক সংগ্রাম মিলেমিশে আছে।
1
Updated: 1 month ago