Which character is known for working in the lace factory in the novel Sons and Lovers?
A
Clara Dawes
B
Miriam Leivers
C
Annie Morel
D
Beatrice Wyld
উত্তরের বিবরণ
Clara Dawes লেইস ফ্যাক্টরিতে কাজ করত। তার চরিত্র আধুনিক, স্বাধীনচেতা এবং বিদ্রোহী নারী হিসেবে উপস্থাপিত। Lawrence তাকে এমনভাবে এঁকেছেন যে সে সমাজের নিয়ম ভেঙে নিজস্ব জীবন গড়ে তুলতে চায়। Paul–এর সাথে তার সম্পর্কও শারীরিক আকর্ষণে ভরা।

0
Updated: 21 hours ago
Who is Baxter Dawes in the novel Sons and Lovers?
Created: 16 hours ago
A
Clara’s husband
B
Paul’s uncle
C
Walter’s co-worker
D
Miriam’s cousin
Baxter Dawes হলো Clara Dawes–এর স্বামী। তাদের সম্পর্ক ভেঙে গেছে, Clara Paul–এর সাথে জড়ায়। Baxter রূঢ় এবং হিংস্র চরিত্র। পরে সে অসুস্থ হয়ে Paul–এর সহানুভূতি পায়। Lawrence তার চরিত্রের মাধ্যমে পুরুষতান্ত্রিক দিক তুলে ধরেছেন।

0
Updated: 16 hours ago
What does Clara Dawes symbolize in Paul’s life in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Sensual passion
B
Religious devotion
C
Domestic peace
D
Political power
Clara Dawes হলো Paul–এর শারীরিক আকাঙ্ক্ষার প্রতীক। সে স্বাধীনচেতা, সাহসী এবং স্বামীর সাথে সম্পর্ক ভাঙার পর নতুন অভিজ্ঞতা খোঁজে। Paul–এর সাথে তার সম্পর্ক পুরোপুরি শারীরিক এবং উত্তেজনাপূর্ণ, যা Miriam–এর আধ্যাত্মিক ভালোবাসার বিপরীতে দাঁড়ায়।

0
Updated: 21 hours ago
Which character is Gertrude Morel most emotionally attached to in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Paul Morel
B
Arthur Morel
C
William Morel
D
Walter Morel
William মারা যাওয়ার পর Gertrude তার সমস্ত ভালোবাসা Paul–এর ওপর ঢেলে দেয়। মা–ছেলের এই মানসিক বন্ধন এত গভীর হয় যে Paul অন্য নারীর সাথে পূর্ণ সম্পর্ক গড়তে পারে না। Lawrence এই সম্পর্কের মধ্যে Oedipus complex–এর প্রতিচ্ছবি দেখিয়েছেন।

0
Updated: 21 hours ago