মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন?
A
জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী
B
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
C
মেজর জিয়াউর রহমান
D
গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
উত্তরের বিবরণ
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সমাপ্তি নির্দেশ করে।
-
পাকিস্তান ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্য ও অস্ত্র-শস্ত্রসহ আত্মসমর্পণ করেন ভারতীয় ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং আরোরার নিকট।
-
নিয়াজী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন।
-
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার।
উল্লেখযোগ্য তথ্য:
-
আতাউল গণি ওসমানী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।
-
মেজর জিয়াউর রহমান জেড ফোর্সের প্রধান ছিলেন।
উৎস:

0
Updated: 21 hours ago
প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’কে?
Created: 20 hours ago
A
বিরােধী দল
B
সুশীল সমাজ
C
মন্ত্রী পরিষদ
D
সচেতন নাগরিক
বিকল্প সরকার হলো প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিরোধী দল, যা সরকারের কার্যক্রমের প্রতি নজর রাখে এবং প্রয়োজনে সরকারের উপর চাপ সৃষ্টি করে।
-
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় ছায়া মন্ত্রিসভা গঠন করে।
-
এর উদ্দেশ্য হলো সরকারকে স্বৈরাচারি বা দুর্নীতিপরায়ণ হওয়া থেকে রক্ষা করা।
-
বর্তমান সময়ে গণতন্ত্রকে দলীয় শাসন হিসেবেও দেখা হয়।
অন্যদিকে, সুশীল সমাজ ও সচেতন নাগরিকরাও সরকারের কার্যক্রমে চাপ সৃষ্টির অংশ হিসেবে ভূমিকা পালন করে।
উৎস:

0
Updated: 20 hours ago
‘সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
Created: 20 hours ago
A
পারস্য উপসাগরে
B
বঙ্গোপসাগরে
C
আরব সাগরে
D
ভূমধ্যসাগরে
সোয়াচ অব নো গ্রাউন্ড হলো খাদ আকৃতির একটি সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
-
এটি বঙ্গোপসাগরে অবস্থিত এবং গঙ্গা খাদ নামেও পরিচিত।
-
প্রস্থ প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল, এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো।
-
মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
-
বঙ্গীয় ডিপ সি ফ্যান গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলে।
-
বেঙ্গল ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
-
সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা।
-
এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চল প্রায় ১৩৫০ মিটার।
-
সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, যা বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা হিসেবে পরিচিত।
উৎস:

0
Updated: 20 hours ago
বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?
Created: 20 hours ago
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৮টি
সুশাসন বা Good Governance সংক্রান্ত ধারণা প্রথমবার বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রদান করে।
বিশ্বব্যাংকের মতে সুশাসনের ৬টি প্রধান উপাদান:
-
বাক স্বাধীনতা ও জবাবদিহিতা
-
রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতা অনুপস্থিতি
-
সরকারের কার্যকারিতা
-
নিয়ন্ত্রণ গুণ
-
আইনের শাসন
-
দুর্নীতি দমন
অন্য সংস্থাগুলোর মতে সুশাসনের উপাদান:
-
ইউএনডিপি: ৯টি উপাদান
-
জাতিসংঘ: ৮টি উপাদান
-
আইডিএ: ৪টি উপাদান
-
এডিবি: ৪টি উপাদান
-
ইউএনএইচসিআর: ৫টি উপাদান
উৎস:

0
Updated: 20 hours ago