Gulliver's Travels is written by -
A
Jonathan Swift
B
Thomas Hardy
C
Jane Austen
D
Charlotte Bronte
উত্তরের বিবরণ
Gulliver's Travels
-
Author: Jonathan Swift
-
এটি ৪ খন্ডের একটি satirical novel
-
সম্পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
-
প্রকাশিত: 1726
-
এটি 18th century-এর একটি বিখ্যাত satire
Summary:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
তিনি বেঁচে যান এবং একটি অদ্ভুত দেশে পৌঁছান, যেখানে লোকদের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
Gulliver-এর বিশাল দেহ লিলিপুটদের নানা কাজে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সাথে চলমান যুদ্ধেও সাহায্য করে।
-
এক পর্যায়ে তিনি লিলিপুটদের রোষের শিকার হন এবং শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি পান।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হন এবং বেঁচে ফিরে আসেন।
Jonathan Swift
-
ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত satirist
-
Augustan age-এর একজন লেখক
-
Anglo-Irish author এবং clergyman
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
Famous Works:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
উৎস:
0
Updated: 1 month ago
The synonym of the word "Vigilant" is -
Created: 1 month ago
A
Careless
B
Alert
C
Sleepy
D
Lazy
Word: Vigilant (Adjective)
English Meaning: Being very careful and watchful in order to notice any signs of danger, trouble, or potential problems; staying alert and attentive at all times.
Bangla Meaning: সতর্ক; হুঁশিয়ার; অতন্দ্র; সদাসতর্ক; বিপদ বা সমস্যার আশঙ্কায় সবসময় নজরদারিতে নিয়োজিত।
Detailed Explanation:
The adjective vigilant is used to describe a person or group who remains cautious and watchful in order to avoid danger, mistakes, or threats. It is often used in the context of security, safety, parenting, or any situation where continuous attention and awareness are important. A vigilant person does not relax carelessly but always stays aware of their surroundings.
Options Meaning:
-
Careless → যত্নহীন; অসাবধান; মনোযোগহীন।
-
Alert → সতর্ক; হুশিয়ার; সর্বদা সচেতন। (Correct Answer)
-
Sleepy → নিদ্রালু; নিদ্রাতুর; ঘুমন্ত অবস্থায়।
-
Lazy → অলস; শ্রমবিমুখ; কাজ করতে অনিচ্ছুক।
Example Sentences:
-
The police remained vigilant to prevent any untoward incident.
-
কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় ছিল।
-
-
Parents should be vigilant about their children’s online activities.
-
অভিভাবকদের উচিত তাঁদের সন্তানদের অনলাইন কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকা।
-
-
During the night, the security guards stayed vigilant to protect the property.
-
রাতে নিরাপত্তারক্ষীরা সম্পত্তি রক্ষার জন্য অতন্দ্র অবস্থায় ছিল।
-
-
Citizens must remain vigilant in order to safeguard democracy.
-
গণতন্ত্র রক্ষায় নাগরিকদের সর্বদা সতর্ক থাকতে হবে।
-
-
A vigilant driver can prevent many road accidents.
-
একজন সতর্ক চালক অনেক সড়ক দুর্ঘটনা এড়াতে পারেন।
-
এভাবে vigilant শব্দটি মানুষের মনোযোগী ও সচেতন থাকার প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন নিরাপত্তা ও দায়িত্বের বিষয় জড়িত থাকে।
0
Updated: 1 month ago
The artist created a perfect __________ of the famous painting, fooling even experienced collectors.
Created: 1 month ago
A
facsimmile
B
facsimilie
C
facsimile
D
facsmile
Complete sentence: The artist created a perfect facsimile of the famous painting, fooling even experienced collectors.
-
Bangla Meaning: শিল্পী বিখ্যাত চিত্রটির একেবারে নিখুঁত অনুকরণ তৈরি করেছিলেন, যা অভিজ্ঞ সংগ্রাহকদেরও বিভ্রান্ত করেছিল।
Facsimile (noun):
-
English Meaning: An exact copy or reproduction of a document, artwork, or printed material.
-
Bangla Meaning: হুবহু অনুলিপি বা প্রতিলিপি।
Example Sentences:
-
The museum displayed a facsimile of the ancient manuscript.
-
Please send a facsimile of the signed contract to our office.
0
Updated: 1 month ago
Americans do not object ____ by their first names.
Created: 1 month ago
A
my calling them
B
to my calling them
C
been called
D
me calling them
সঠিক উত্তর হলো – খ) to my calling them.
Complete sentence: Americans do not object to my calling them by their first names.
• Verb ‘object’ সাধারণত to + gerund (-ing form) এর সাথে ব্যবহার হয়।
- “object” verb-এর পর to + noun/gerund.
- “calling” হলো gerund (verb-এর noun রূপ)।
- তাই সঠিক গঠন: object to my calling them.
অন্যান্য অপশন ভুল:
ক) my calling them
→ “object” এর পরে to প্রয়োজন।
গ) been called
→ passive voice, কিন্তু এখানে gerund দরকার।
ঘ) me calling them
→ grammatically “to” ছাড়া ভুল।
0
Updated: 1 month ago