Let _____ be witnesses.
A
you and him
B
he and you
C
you and he
D
you and his
উত্তরের বিবরণ
Complete Sentence:
-
Let you and him be witnesses.
Explanation:
-
ইংরেজিতে একাধিক pronoun বসানোর নিয়ম অনুযায়ী সাধারণত second person → third person → first person ক্রমে বসে। Verb সর্বদা plural হয়।
-
দোষ বা অপরাধ স্বীকারের ক্ষেত্রে first → second → third ক্রমে বসতে পারে। যেমন: I, you and he committed the crime.
-
সাধারণত Let এর পর objective pronoun বসে।
-
এখানে you and him হলো objective pronoun, এবং এর subjective form হবে you and he।
-
নিয়ম অনুযায়ী সঠিক বাক্য: Let you and him be witnesses.
-
অন্যান্য বিকল্পে pronoun-এর ভুল ব্যবহারের কারণে বাক্যগুলো সঠিক নয়।
0
Updated: 1 month ago
What does “stagnant” mean?
Created: 1 month ago
A
Flowing quickly
B
Always changing
C
Not moving or growing
D
Rapidly increasing
• সঠিক উত্তর: গ) Not moving or growing.
• Stagnant
- Bangla Meaning: অপরিবর্তিত; নিষ্ক্রিয়; নিরুদ্যম, (পানি) স্থির; বদ্ধ; নিশ্চল।
- English Meaning: not flowing in a current or stream, not flowing or moving.
Example sentences:
- Stagnant pools and ponds smell awful in a heatwave.
- Plants can't breathe if their roots are immersed in stagnant water.
0
Updated: 1 month ago
Transform it into a compound sentence:
Because he was late, he missed the train.
Created: 1 month ago
A
He was late, so he missed the train.
B
He missed the train although he was late.
C
He was late and he missed the train.
D
He was not on time as he missed the train.
এই প্রশ্নে complex sentence-কে compound sentence-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— He was late, so he missed the train.
-
মূল বাক্য: Because he was late, he missed the train.
-
এখানে “because” একটি subordinating conjunction, যা এটিকে complex sentence বানিয়েছে।
-
Compound sentence গঠনের জন্য দুটি স্বাধীন clause ব্যবহার করতে হয় এবং সেগুলো coordinating conjunction দ্বারা যুক্ত হয়।
-
তাই subordinate clause বাদ দিয়ে কারণ-ফলাফল প্রকাশের জন্য so ব্যবহার করা হয়েছে।
-
রূপান্তরিত বাক্য: He was late, so he missed the train. → “সে দেরি করেছিল, তাই সে ট্রেন মিস করল।”
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
খ) He missed the train although he was late → এটি complex sentence, কারণ “although” subordinating conjunction।
-
গ) He was late and he missed the train → এটি compound sentence হলেও মূল বাক্যের cause-effect সম্পর্ক (কারণ–ফলাফল) স্পষ্ট হয় না।
-
ঘ) He was not on time as he missed the train → অর্থ উল্টো হয়ে গেছে এবং এটি complex sentence।
0
Updated: 1 month ago
Today, many Americans are still grappling ____ the issue of race.
Created: 1 month ago
A
on
B
of
C
to
D
with
Complete Sentence: Today, many Americans are still grappling with the issue of race.
-
Grapple with (phrasal verb)
-
English Meaning: to hold onto someone and fight with them
-
Bangla Meaning: কারো সাথে লড়াই করা; কারো সাথে সমস্যা সমাধান করতে চেষ্টা করা
-
-
অর্থাৎ, এখানে grappling with বোঝাচ্ছে যে অনেক আমেরিকান আজও জাতিগত বিষয়ের সঙ্গে মোকাবিলা করছে বা সমস্যার সমাধান করতে চেষ্টা করছে।
0
Updated: 1 month ago