‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংযুক্ত রয়েছে?
A
বৌদ্ধধর্ম
B
খ্রিষ্টধর্ম
C
ইহুদীধর্ম
D
জৈন ধর্ম
উত্তরের বিবরণ
নির্বাণ লাভ হলো বৌদ্ধধর্মের প্রধান লক্ষ্য, যা জীবনের দুঃখ থেকে চিরমুক্তি এবং পরম শান্তি অর্জনের প্রক্রিয়া নির্দেশ করে।
-
গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের মূল লক্ষ্য হলো নির্বাণ লাভ।
-
নির্বাণের অর্থ হলো সম্পূর্ণরূপে নির্বাপিত হওয়া।
-
বৌদ্ধধর্মের মূল উদ্দেশ্য হলো ভবচক্র বা জন্ম-মৃত্যুর ক্রমাবর্তন থেকে দুঃখমুক্তি লাভ করা।
-
নির্বাণ হলো শান্ত ও সুখকর, এবং এর স্বভাব হলো দুঃখের উপশম।
-
কামনার বশবর্তী জীবগণ ভব থেকে ভবান্তরে জন্ম নিয়ে অশেষ দুঃখভোগ করে।
-
তৃষ্ণা থেকে মুক্তি পেলে দুঃখের নিরোধ ঘটে।
-
যিনি এই ভবচক্র থেকে মুক্ত, তিনি নির্বাণগামী হতে পারেন।
-
অতএব, তৃষ্ণাক্ষয়ের মাধ্যমে জন্ম-মৃত্যুর দুঃখময় ভবচক্রের পূর্ণ নিরোধই নির্বাণ।
উৎস:

0
Updated: 21 hours ago
PRSP এর পূর্ণরূপ-
Created: 4 days ago
A
Poverty Elimination Strategic Plan
B
Poverty Reduction Strategy Paper
C
Poverty Strategic Document Paper
D
Poverty Strategic Revenue Plan
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) হলো দারিদ্র্য কমানোর জন্য একটি নীতি এবং পরিকল্পনার দলিল, যা নিম্ন আয়ের দেশগুলো তাদের অভ্যন্তরীণ নীতি ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে প্রণয়ন করে।
তথ্যসমূহ:
-
PRSP এর পূর্ণরূপ হলো Poverty Reduction Strategy Paper।
-
২০০৩ সালে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন পিআরএসপি (IPRSP) প্রথম প্রণয়ন করে।
-
২০০৫ সালে বাংলাদেশ প্রথম PRSP প্রণয়ন করে।
-
২০০৮ সালের অক্টোবর মাসে ২০০৫ সালে প্রণীত দলিলটি হালনাগাদ করা হয়।

0
Updated: 4 days ago
বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
Created: 1 week ago
A
১৯৭২ সালে
B
১৯৭৬ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৩ সালে
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
অনুষ্ঠিত হয়েছে ১৫–২১ জুন ২০২২ তারিখে।
-
এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
-
তথ্য সংগ্রহের জন্য CAPI (Computer Assisted Personal Interviewing) পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
-
মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
-
জনশুমারি প্রতি ১০ বছর অন্তর অনুষ্ঠিত হয়।
-
গণনাকৃত জনসংখ্যা: ১৬,৫১,৫৮,৬১৬ জন।
-
জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার: ১.১২%।
-
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৪ সালে।
উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)

0
Updated: 1 week ago
কে পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন?
Created: 1 week ago
A
জুলফিকার
আলী ভুট্টো
B
ইস্কান্দার
মির্জা
C
ইয়াহিয়া
খান
D
আইয়ুব
খান
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি
-
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা।
-
পাকিস্তানের রাজনীতিতে শুরু থেকেই স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা ছিল।
-
২৩ মার্চ ১৯৫৬: ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন।
-
৭ অক্টোবর ১৯৫৮: ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের নেতৃত্বাধীন সংসদীয় সরকার উৎখাত করে দেশে প্রথম সামরিক শাসন জারি করেন।
-
সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক ঘোষণা করা হয়।
-
সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।
-
মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত হন।
-
গণতন্ত্রবিরোধী কার্যক্রমে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।
-
২৭ অক্টোবর ১৯৫৮: মাত্র ২১ দিনের মাথায় আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।

0
Updated: 1 week ago