নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
A
পাকিস্তান
B
চীন
C
মিয়ানমার
D
ভুটান
উত্তরের বিবরণ
বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত মূলত দুইটি দেশের সাথে যুক্ত, যা দেশের ভূগোল ও প্রশাসনিক সীমা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
বাংলাদেশের সাথে দুটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে: ভারত এবং মিয়ানমার।
-
উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলা সীমান্তবর্তী।
-
ভারতের সাথে সীমান্তযুক্ত জেলা সংখ্যা ৩০টি, আর মিয়ানমারের সাথে ৩টি জেলা।
-
ভারতের এবং মিয়ানমারের উভয় সীমান্তবর্তী একমাত্র জেলা হলো রাঙামাটি।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো সীমান্ত নেই।
-
ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলা সীমান্তবর্তী।
-
বাংলাদেশের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই বান্দরবন ও কক্সবাজারে।
উৎস:

0
Updated: 20 hours ago
কে পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন?
Created: 1 week ago
A
জুলফিকার
আলী ভুট্টো
B
ইস্কান্দার
মির্জা
C
ইয়াহিয়া
খান
D
আইয়ুব
খান
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি
-
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা।
-
পাকিস্তানের রাজনীতিতে শুরু থেকেই স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা ছিল।
-
২৩ মার্চ ১৯৫৬: ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন।
-
৭ অক্টোবর ১৯৫৮: ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের নেতৃত্বাধীন সংসদীয় সরকার উৎখাত করে দেশে প্রথম সামরিক শাসন জারি করেন।
-
সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক ঘোষণা করা হয়।
-
সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।
-
মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত হন।
-
গণতন্ত্রবিরোধী কার্যক্রমে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।
-
২৭ অক্টোবর ১৯৫৮: মাত্র ২১ দিনের মাথায় আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।

0
Updated: 1 week ago
UNESCO এর বর্তমান সহযোগী সদস্য দেশ কয়টি? (আগস্ট, ২০২৫)
Created: 1 week ago
A
১০ টি
B
১১ টি
C
১২ টি
D
১৩ টি
UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরূপ - United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো - বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা - ১৯৪টি এবং সহযোগী সদস্য - ১২টি। (আগস্ট, ২০২৫)
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ডব্লিউ এ.এস. ওডারল্যান্ডকে কোন খেতাব প্রদান করা হয়?
Created: 1 week ago
A
বীর প্রতীক
B
বীর উত্তম
C
বীর বিক্রম
D
উপড়ের কোনটিই নয়
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
-
পরিচিতি: একমাত্র বিদেশি নাগরিক যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেছেন
-
জাতীয়তা: অস্ট্রেলিয়ান, জন্ম নেদারল্যান্ডস
-
মুক্তিযুদ্ধকালীন অবদান:
-
১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত
-
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে যুদ্ধ
-
-
মৃত্যু: ১৮ মে ২০০১, অস্ট্রেলিয়া

0
Updated: 1 week ago