Which kind of pronoun is 'You'?
A
Personal pronoun
B
Demonstrative pronoun
C
Interrogative pronoun
D
Relative pronoun
উত্তরের বিবরণ
Personal Pronoun
-
যে Pronoun কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয়, তাকে Personal Pronoun বলে।
-
উদাহরণ: I, you, they, we, he, she, it ইত্যাদি।
Pronoun-এর ৮টি প্রধান প্রকার:
-
Personal pronoun: I, we, me, it
-
Demonstrative pronoun: this, that
-
Interrogative pronoun: what, who
-
Relative pronoun: what, who, that
-
Indefinite pronoun: one, some, any, all, many
-
Distributive pronoun: either, neither
-
Reflexive pronoun: myself, themself
-
Reciprocal pronoun: each other, one another
0
Updated: 1 month ago
"Clym Yeobright" is a renowned character introduced by-
Created: 1 month ago
A
Matthew Arnold
B
Thomas Hardy
C
Henry Fielding
D
Ernest Hemingway
**Clym Yeobright** হলো Thomas Hardy-এর উপন্যাস **The Return of the Native**-এর একটি প্রধান চরিত্র।
* **The Return of the Native**
* ইংরেজ লেখক **Thomas Hardy**-এর রচিত এবং প্রকাশিত ১৮৭৮ সালে।
* উপন্যাসের পটভূমি: ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের Wessex অঞ্চলের কাল্পনিক **Egdon Heath**।
* কাহিনীতে Hardy **নিয়তির নির্মমতা** এবং মানুষের অসহায়ত্বকে ফুটিয়ে তুলেছেন।
* **Summary**
* **Clym Yeobright** প্যারিসে সফল জুয়েলারি ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শেষে জন্মভূমি **Egdon Heath**-এ ফিরে আসেন।
* তিনি স্থানীয় স্কুলে শিক্ষকতা করতে ইচ্ছুক।
* তার স্ত্রী **Eustacia Vye** শহুরে জীবনের আকাঙ্ক্ষায় Egdon Heath-এ বসবাস করছেন।
* ইউস্টেসিয়ার **Damon Wildeve**-র সঙ্গে সম্পর্ক পরবর্তীতে জটিল পরিস্থিতি সৃষ্টি করে।
* শেষ পর্যন্ত **Eustacia** এবং **Damon** উভয়ই দুঃখজনক পরিণতির মুখোমুখি হন।
* **Main Characters**
* Clym Yeobright
* Eustacia Vye
* Thomasin Yeobright
* Damon Wildeve
* Mrs. Yeobright
* Diggory Venn
* **Thomas Hardy (1840–1928)**
* ইংরেজ ঔপন্যাসিক ও কবি।
* ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রধান লেখক।
* বাস্তববাদ (**Realism**) এবং প্রকৃতিবাদ (**Naturalism**) সাহিত্যের অনুসারী।
* উপন্যাসে গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে মানুষের সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
* নির্দিষ্ট অঞ্চলের প্রেক্ষাপটে কাজ করার কারণে তিনি **regional novelist** এবং কবি হিসেবেও পরিচিত।
* **Famous Novels**
* *Tess of the d'Urbervilles*
* *Far from the Madding Crowd*
* *The Return of the Native*
* *A Pair of Blue Eyes*
* *The Poor Man and the Lady*
* *The Woodlanders*
* *The Mayor of Casterbridge*
* *The Well-Beloved*
* *Jude the Obscure*
0
Updated: 1 month ago
Transform it into a complex sentence:
He was too weak to walk.
Created: 1 month ago
A
He was weak and he could not walk.
B
He was very weak so he didn’t walk.
C
He was so weak that he could not walk.
D
He couldn’t walk because of weakness.
এই প্রশ্নে বাক্য পরিবর্তনের বিষয়টি বোঝাতে মূলত simple, complex ও compound sentence এর গঠন ব্যাখ্যা করা হয়েছে। সঠিক উত্তর হলো— He was so weak that he could not walk.
-
He was too weak to walk একটি simple sentence।
-
একে complex sentence-এ রূপান্তর করতে হবে।
-
Complex sentence-এ সাধারণত একটি main (principle) clause এবং একটি subordinate clause থাকে।
-
যখন বাক্যে “too…to” ব্যবহৃত হয়, তখন সেটিকে complex রূপে রূপান্তর করতে “so…that” ব্যবহার করতে হয়।
-
তাই রূপান্তরিত বাক্য হবে: He was so weak that he could not walk.
-
এখানে he could not walk হলো main clause এবং He was so weak that subordinate clause হিসেবে কাজ করছে।
-
Too weak to walk এর অর্থই হলো so weak that he could not walk, যা একটি complex structure।
অন্যান্য বিকল্পগুলোর বিশ্লেষণ:
-
ক) He was weak and he could not walk → এটি compound sentence, complex নয়।
-
খ) He was very weak so he didn’t walk → এটি compound sentence, কারণ এখানে so ব্যবহার করা হয়েছে।
-
ঘ) He couldn’t walk because of weakness → এটি simple sentence, যেখানে একটি noun phrase ব্যবহৃত হয়েছে।
0
Updated: 1 month ago
Who is the author of the play "Pygmalion"?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
P. B. Shelley
C
G. B. Shaw
D
W. B. Yeats
“Pygmalion” নাটকের রচয়িতা হলেন G. B. Shaw (George Bernard Shaw)। এটি একটি রোমান্টিক কমেডি নাটক, যা ৫টি অঙ্কে (acts) বিভক্ত। প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায়, জার্মান ভাষায়, এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে। নাটকটির মূল বিষয় হলো ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ও প্রেমের জটিলতা।
প্রধান চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill
সারসংক্ষেপ:
-
নাটকটি ইংরেজ সমাজের শ্রেণিবৈষম্য ও ভাষার প্রভাব নিয়ে লেখা।
-
Mrs. Higgins বাজি ধরেন যে তিনি Eliza Doolittle নামের একজন সাধারণ ফুল বিক্রেতার ভাষা ও আচরণ পরিবর্তন করে তাকে অভিজাত রমণীতে রূপান্তর করতে পারবেন।
-
Eliza কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সমাজে নিজের অবস্থান গড়তে সক্ষম হয়, কিন্তু Mrs. Higgins তাকে কেবল একটি পরীক্ষা হিসেবে দেখে।
-
নাটকটি Eliza Doolittle-এর আত্মমর্যাদার জাগরণ ও নিজের পরিচয় অনুসন্ধানের গল্প তুলে ধরে।
George Bernard Shaw (1856–1950)
-
Irish Playwright এবং Critic
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ
-
উপাধি: The greatest modern English dramatist, The father of modern English Drama
উল্লেখযোগ্য নাটক:
-
Man and Superman
-
Arms and the Man
-
Candida
-
Caesar and Cleopatra
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Doctor's Dilemma
-
Man of Destiny
-
Pygmalion
-
Major Barbara
0
Updated: 1 month ago