Gulliver's Travels is written by -
A
Jonathan Swift
B
Thomas Hardy
C
Jane Austen
D
Charlotte Bronte
উত্তরের বিবরণ
Gulliver's Travels
-
Author: Jonathan Swift
-
এটি ৪ খন্ডের একটি satirical novel
-
সম্পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
-
প্রকাশিত: 1726
-
এটি 18th century-এর একটি বিখ্যাত satire
Summary:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
তিনি বেঁচে যান এবং একটি অদ্ভুত দেশে পৌঁছান, যেখানে লোকদের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
Gulliver-এর বিশাল দেহ লিলিপুটদের নানা কাজে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সাথে চলমান যুদ্ধেও সাহায্য করে।
-
এক পর্যায়ে তিনি লিলিপুটদের রোষের শিকার হন এবং শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি পান।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হন এবং বেঁচে ফিরে আসেন।
Jonathan Swift
-
ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত satirist
-
Augustan age-এর একজন লেখক
-
Anglo-Irish author এবং clergyman
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
Famous Works:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
উৎস:

0
Updated: 22 hours ago
Who wrote the tragedy "Romeo and Juliet"?
Created: 1 day ago
A
William Shakespeare
B
Charles Dickens
C
Christopher Marlowe
D
George Bernard Shaw
Romeo and Juliet হলো William Shakespeare–এর রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি, যা বিশ্বসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় প্রেমকাহিনিগুলোর মধ্যে অন্যতম। নাটকটি লেখা হয় ১৫৯৪–৯৬ সালে এবং প্রথম প্রকাশিত হয় ১৫৯৭ সালে একটি অনুমোদনবিহীন কোয়ার্টোতে। পরবর্তীতে ১৫৯৯ সালে অনুমোদিত ও দীর্ঘ সংস্করণ প্রকাশিত হয়। দ্বিতীয় কোয়ার্টোর ভিত্তিতে একটি তৃতীয় সংস্করণও প্রকাশিত হয়, যা ১৬২৩ সালের First Folio–তে ব্যবহৃত হয়।
Characters
-
Romeo Montague
-
Juliet Capulet
-
Friar Laurence
-
Mercutio
-
Tybalt
-
The Nurse
সারসংক্ষেপ
-
Romeo (Montague পরিবার) এবং Juliet (Capulet পরিবার) দুই শত্রু পরিবারের সন্তান হলেও একে অপরের প্রেমে পড়ে।
-
তারা Friar Laurence–এর সাহায্যে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
-
Juliet–এর চাচাতো ভাই Tybalt–এর সাথে দ্বন্দ্বে জড়িয়ে Romeo তাকে হত্যা করে এবং নির্বাসিত হয়।
-
Juliet–এর পরিবার তার বিয়ে অন্যত্র ঠিক করে দিলে সে মরণঘুমের ওষুধ খায়।
-
Romeo ভুলে ভাবে Juliet মারা গেছে এবং বিষ পান করে আত্মহত্যা করে।
-
Juliet জেগে উঠে Romeo–কে মৃত দেখে ছুরি দিয়ে আত্মহত্যা করে।
-
এভাবে তাদের প্রেম এক চিরন্তন ট্র্যাজেডিতে পরিণত হয়।
William Shakespeare (1564–1616)
-
পূর্ণ নাম: William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬, Stratford-upon-Avon
-
পরিচিত নাম: Bard of Avon বা Swan of Avon
-
তিনি ছিলেন ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
ইংরেজ জাতীয় কবি এবং বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত।
-
তাঁর মোট ৩৭টি নাটক রচিত হয়েছে।
Notable Works
Tragedy
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Titus Andronicus
-
Timon of Athens
-
Antony and Cleopatra
-
Coriolanus
-
Romeo and Juliet
Tragi-comedy
-
The Merchant of Venice
-
The Winter’s Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
-
Measure for Measure
Comedy
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
Love’s Labour’s Lost
-
A Comedy of Errors
-
The Taming of the Shrew
-
Much Ado About Nothing
-
All’s Well That Ends Well
-
A Midsummer Night’s Dream
-
The Merry Wives of Windsor
Historical Plays
-
Julius Caesar (Tragedy + Historical)
-
Henry IV (Part I & II)
-
Henry V
-
Henry VI (Part I, II, III)
-
Henry VIII
-
King John
-
Richard II
-
Richard III

0
Updated: 1 day ago
In old literary usage, "fret" can mean to gradually wear away. Which sentence uses this meaning correctly?
Created: 1 week ago
A
They fretted over the lost opportunity.
B
He frets his guitar beautifully.
C
She frets about exams every night.
D
Acid can fret metal over time.
The required answer is Acid can fret metal over time.
The word "fret" in old literary usage refers to - Gradually wear away.
Fret (verb)
-
English Meaning: To gradually wear away or erode by rubbing or gnawing.
-
Bangla Meaning: ক্ষয় করা; কেটে ফেলা।
অপশন আলোচনা:
-
They fretted over the lost opportunity. – ভুল।
-
He frets his guitar beautifully. – ভুল।
-
She frets about exams every night. – ভুল।
-
Acid can fret metal over time. – সঠিক।
Source:
-
Cambridge Dictionary.
-
Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 week ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 1 week ago
A
Voluptuous
B
Temperament
C
Supercillious
D
Sanctimonious
• The misspelled word is — গ) Supercillious
-
The correct spelling is Supercilious.
• Supercilious (Adjective)
-
English Meaning: behaving as if you are better than other people, and that their opinions, beliefs, or ideas are not important
-
Bangla Meaning: উন্নাসিক; সব কিছুকে ঘৃণা করে এমন, উদ্ধত, অহংকৃত, গর্বিত
• Other options:
-
ক) Voluptuous (Adjective) — ইন্দ্রিয়সুখাবহ; ইন্দ্রিয়পরিতৃপ্তিকর
-
খ) Temperament (Noun) — শারীরিক বা মানসিক পরিস্থিতি; ধাত; প্রকৃতি; মেজাজ
-
ঘ) Sanctimonious (Adjective) — লোকদেখানো ধার্মিক; ধর্মধ্বজী; ছলধার্মিক
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago