Let _____ be witnesses.
A
you and him
B
he and you
C
you and he
D
you and his
উত্তরের বিবরণ
Complete Sentence:
-
Let you and him be witnesses.
Explanation:
-
ইংরেজিতে একাধিক pronoun বসানোর নিয়ম অনুযায়ী সাধারণত second person → third person → first person ক্রমে বসে। Verb সর্বদা plural হয়।
-
দোষ বা অপরাধ স্বীকারের ক্ষেত্রে first → second → third ক্রমে বসতে পারে। যেমন: I, you and he committed the crime.
-
সাধারণত Let এর পর objective pronoun বসে।
-
এখানে you and him হলো objective pronoun, এবং এর subjective form হবে you and he।
-
নিয়ম অনুযায়ী সঠিক বাক্য: Let you and him be witnesses.
-
অন্যান্য বিকল্পে pronoun-এর ভুল ব্যবহারের কারণে বাক্যগুলো সঠিক নয়।

0
Updated: 22 hours ago
A
song embodying religious and sacred emotions _____.
Created: 1 month ago
A
Lyric
B
Ode
C
Hymn
D
Ballad
ব্যাখ্যা:
(ক) Lyric গীতিকবিতা- Lyric is a
collection of verses and choruses, making up a complete song, or a short and
non-narrative poem. A lyric uses a single speaker, who expresses personal
emotions or thoughts.
(খ) Ode গাথা-কবিতা- An ode is a lyrical poem that expresses
intense feelings, such as love, respect, or praise for someone or something.
(গ)
Hymn স্তুতিগীত, ঈশ্বর-বন্দনা- A Hymn is
a religious song or poem of praise to God.
(ঘ)
Ballad কাহিনীসংবলিত গান / কবিতা- Ballad is a poem or song that narrates a story
in short stanzas.

0
Updated: 1 month ago
Why does Mr. Darcy initially consider Elizabeth “not handsome enough”?
Created: 2 weeks ago
A
He prefers wealth over beauty
B
He compares her to Jane
C
He is blinded by his pride
D
He dislikes her wit
প্রথম নাচের আসরে Darcy Elizabeth-কে “not handsome enough” বলে প্রত্যাখ্যান করে। আসলে Darcy-র অহংকার তার সামাজিক মর্যাদা থেকে আসে। সে মনে করে Elizabeth তার তুলনায় নিচু শ্রেণির মেয়ে। Austen এখানে দেখান কীভাবে social pride আসল সৌন্দর্যকে অন্ধ করে দেয়। পরে Darcy বুঝতে পারে Elizabeth-এর আসল আকর্ষণ তার বুদ্ধি, চোখের প্রাণশক্তি ও নৈতিক শক্তিতে। এভাবেই তার দৃষ্টিভঙ্গি বদলায় এবং Pride থেকে Humility-তে যাত্রা শুরু হয়।

1
Updated: 2 weeks ago
What is an Apostrophe in literature?
Created: 2 days ago
A
Poetry without rhyme, iambic pentameter
B
A long story
C
Addressing an absent person or thing
D
A funny imitation
উত্তর হবে Addressing an absent person or thing। এটি সাহিত্য অলঙ্কারের মধ্যে Apostrophe নামে পরিচিত।
Apostrophe (সম্বোধন অলঙ্কার)
-
এখানে বক্তা বা লেখক কোনো অনুপস্থিত ব্যক্তি বা বিমূর্ত বস্তুকে এমনভাবে সম্বোধন করেন যেন তা উপস্থিত।
-
এর মাধ্যমে শ্রোতাদের উদ্দেশ্য থেকে দৃষ্টি সরিয়ে একজন নির্দিষ্ট ব্যক্তি বা কোনো বস্তুতে মনোযোগ দেওয়া হয়।
-
এটি এক ধরনের Personification, কারণ এখানে প্রাণহীন বা নির্জীব বস্তুকে জীবন্ত রূপে কল্পনা করে সম্বোধন করা হয়।
-
সহজভাবে বললে, অনুপস্থিত মানুষ অথবা ব্যক্তিরূপ দেওয়া বস্তুকে রূপকভাবে সম্বোধন করাই হলো Apostrophe।
উল্লিখিত অন্যান্য অপশন
-
Blank Verse: ছন্দযুক্ত হলেও মিলবিহীন কবিতা, সাধারণত iambic pentameter-এ রচিত।
-
Epic: দীর্ঘ আখ্যানমূলক রচনা যেখানে বীরত্বগাথা বা বৃহৎ কাহিনি বর্ণিত হয়।
-
Parody: কোনো রচনা বা লেখকের শৈলীকে ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মকভাবে অনুকরণ করা।

0
Updated: 2 days ago