A Farewell to Arms is a/an -
A
epic
B
novel
C
play
D
short story
উত্তরের বিবরণ
A Farewell to Arms
-
Author: Ernest Hemingway
-
এটি তাঁর তৃতীয় novel।
-
প্রকাশিত: 1929
-
উপন্যাসে আত্মজৈবনিক অনেক উপাদান দেখা যায়। এখানে arms শব্দটি একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
-
পটভূমি: প্রথম বিশ্বযুদ্ধ (World War I)
Summary:
-
কেন্দ্রীয় চরিত্র: Americn Lieutenant Frederic Henry এবং English nurse Catherine Barkley
-
যুদ্ধের ঘটনায় তাদের পরিচয় হয় ইটালিতে।
-
Catherine সদ্য বিধবা ছিলেন, এবং তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে।
-
Frederic গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলে Catherine তার সেবা করে।
-
তারা একে অপরের আরো কাছাকাছি আসে এবং Catherine গর্ভবতী হয়।
-
Fredericকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। যুদ্ধের পর ফিরে এসে দেখেন Catherine অন্য শহরে বদলী হয়ে গেছে।
-
Frederic তাকে খুঁজে বের করে এবং তারা পালিয়ে সুইজারল্যান্ডে চলে যায়।
-
Catherine বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা যায়।
উৎস:
Answer: novel

0
Updated: 22 hours ago
"Filled with cream, covered in chocolate frosting, and dusted with sprinkles, you will enjoy this cupcake."
Find the error part of the given sentence -
Created: 1 day ago
A
Filled with cream
B
covered in chocolate frosting
C
and dusted with sprinkles
D
you will enjoy this cupcake
• Correct Answer: you will enjoy this cupcake.
Explanation:
-
মূল বাক্যটি শুরু হয়েছে modifier phrase দিয়ে: "Filled with cream, covered in chocolate frosting, and dusted with sprinkles…"
-
এই phrase মূলত cupcake-কে বর্ণনা করছে, কিন্তু আসল subject যদি "you" হয়, তবে মনে হবে তুমি ক্রিমে ভর্তি এবং চকোলেটে ঢাকা!
-
এ ধরনের ভুলকে বলা হয় dangling modifier, কারণ modifier-এর সঠিক কর্তা স্পষ্ট নয়।
সঠিক সংশোধন:
-
Filled with cream, covered in chocolate frosting, and dusted with sprinkles, this cupcake is to be enjoyed.
-
এখানে modifier phrase স্পষ্টভাবে this cupcake কে বর্ণনা করছে।

0
Updated: 1 day ago
There is _____ sugar in the kitchen.
Created: 1 week ago
A
many
B
a little
C
a many
D
a few
Topic: Use of Little / A little / The little
Example (Fill in the blanks)
-
There is a little sugar in the kitchen. ✅
Rule
-
Uncountable noun এর সাথে ব্যবহৃত হয়: little, a little, much, less...than ইত্যাদি।
-
যেমন: sugar একটি uncountable noun, তাই এখানে a little বসবে।
Difference
-
Little → নেই বললেই চলে (Negative sense)
-
Example: There is little water in the glass. (পানি নেই বললেই চলে)
-
-
A little → আছে, তবে খুব অল্প (Positive sense)
-
Example: There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)
-
-
The little → যতটুকু আছে, সবটুকুই
-
Example: The little knowledge he has is adequate to pass the test.
-
Extra Note
-
Few / A few / The few সবসময় Plural Countable Noun এর সাথে বসে।

0
Updated: 1 week ago
Somnambulism” can be related to which character?
Created: 3 weeks ago
A
Hamlet
B
Miranda
C
Lady Macbeth
D
Banquo
Lady Macbeth’s Sleepwalking – Act 5, Scene 1
-
Medical Term: Somnambulism (sleepwalking)
-
Scene: Act 5, Scene 1 – a doctor and a gentlewoman observe Lady Macbeth sleepwalking.
-
Behavior: She talks in her sleep and attempts to wash imaginary bloodstains from her hands.
-
Significance: Her actions reveal her overwhelming guilt over the murders committed by Macbeth.

0
Updated: 3 weeks ago