Bertrand Russell was awarded the Nobel Prize for -
A
Physics
B
Peace
C
Literature
D
Philosophy
উত্তরের বিবরণ
Bertrand Russell
-
জন্ম: May 18, 1872, Trelleck গ্রামে, Wales।
-
তিনি একজন British philosopher, logician, mathematician, history writer, social critic, এবং political activist।
-
পুরো নাম: Bertrand Arthur William Russell / 3rd Earl Russell
-
পিতামহ: John Russell, 1st Earl Russell, যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও 1846 থেকে 1852 পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
-
শিক্ষাজীবন: Trinity College, Cambridge, যেখানে দর্শন ও গণিত অধ্যয়ন করেন।
-
তিনি ছিলেন বিশ শতকের একজন প্রখ্যাত দার্শনিক এবং শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ, এছাড়া সমাজ সংস্কারক হিসেবেও অবদান রেখেছেন।
-
দর্শনে তিনি Analytic movement এর প্রবর্তক।
-
Logic, Epistemology, এবং Philosophy of Mathematics এ তার অবদান অতুলনীয়।
-
১৯৫০ সালে তিনি Nobel Prize in Literature পান।
-
সমাজ, রাজনীতি, দর্শনসহ নানা বিষয়ে তার পান্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়ে চলেছে বহু বছর ধরে।
উৎস:

0
Updated: 22 hours ago
The student who is hardworking passed the test. (Simple)
Created: 3 weeks ago
A
Hardworking student passed the test.
B
A hardworking student passed the test.
C
The student hardworking passed the test.
D
A student of hardworking passed the test.
The correct answer is - খ) A hardworking student passed the test.
• Subject + relative pronoun (who/which / that) + adjective যুক্ত complex sentence কে simple sentence এ রূপান্তরের নিয়ম:
(i) প্রথমে the-এর পরিবর্তে a / an বসে +
(ii) relative pronoun এর পরের adjective টি বসে +
(ii) প্রদত্ত subject টি বসে +
(iv) প্রদত্ত sentence-এর adjective-এর পরের অংশটি বসে।
• Example:
Complex: The student who is hardworking passed the test.
Simple: A hardworking student passed the test.
• More example:
Complex: The girl who is meritorious can make a good result.
Simple: A meritorious girl can make a good result.
Complex: The boy who is industrious can shine in life.
Simple: An industrious boy can shine in life.
ব্যাখ্যাঃ নিয়ম অনুযায়ী article an বসেছে প্রদত্ত adjective industrious বসেছে+ subject boy বসেছে + can থেকে life পর্যন্ত বসেছে।
Other options
ক) Hardworking student passed the test.
এখানে article ("a" বা "the") দরকার।
গ) The student hardworking passed the test.
adjective + noun এর মধ্যে word order ভুল।
ঘ) A student of hardworking passed the test.
"of hardworking" ভুল phrase। তাই বাক্যটি ভুল।

0
Updated: 3 weeks ago
What is the meaning of the idiom "Carry the day"?
Created: 3 weeks ago
A
To gain victory
B
Delay the result
C
Feeling despair
D
Stop working
Idiom: “Carry the Day”
-
Meaning:
-
English: To be victorious or successful
-
Bangla: জয়লাভ করা বা সফল হওয়া
-
-
Example Sentence:
-
Truth and justice will carry the day.
-
Bangla: সত্য ও ন্যায়বিচারই জয়লাভ করবে।
-
-
Usage Context:
-
The idiom means to gain victory in any situation
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 3 weeks ago
'Mending Wall' was written by
Created: 6 days ago
A
Lord Byron
B
T.S. Eliot
C
W. B. Yeats
D
Robert Frost
Mending Wall কবিতাটি রচিত হয় Robert Frost দ্বারা এবং এটি Blank Verse-এ লেখা, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে রচিত। কবিতাটি তার কাব্যগ্রন্থ ‘North of Boston’-এর অন্তর্ভুক্ত। এতে দেখানো হয়েছে কিভাবে বক্তা এবং তার প্রতিবেশী তাদের সম্পত্তির মধ্যে থাকা পাথরের প্রাচীর পুনর্নির্মাণের জন্য একত্রিত হয়। Mending Wall কবিতাটি ১৯১৪ সালে প্রকাশিত হয়।
-
Robert Frost ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান কবি, যাকে আমেরিকার শ্রেষ্ঠ কবিদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
-
তিনি প্রায়শই Nature poet এবং Regional poet নামে পরিচিত।
-
Frost চারবার Pulitzer Prize লাভ করেন।
-
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে A Boy’s Will, North of Boston, From Mountain Interval।
Robert Frost-এর উল্লেখযোগ্য কবিতা
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out
-
Nothing Gold Can Stay
-
Home Burial

0
Updated: 6 days ago