Assert :: Dissent
A
Affirm : Object
B
Reject : Disapprove
C
Acknowledge : Recognize
D
Endorse : Ratify
উত্তরের বিবরণ
প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর বিশ্লেষণ অনুযায়ী, সঠিক উত্তর হলো Affirm : Object।
শব্দগুলোর অর্থ:
-
Assert: (অধিকার) দাবি করা; দৃঢ়ভাবে ঘোষণা করা
-
Dissent: ভিন্নমতাবলম্বন করা; অনুমোদন করতে অস্বীকার করা
সঠিক জোড়ার অর্থ:
-
Affirm: দৃঢ়ভাবে ঘোষণা করা
-
Object: আপত্তি করা
অর্থাৎ, এই শব্দজোড়াগুলো পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
Reject – Disapprove: বাতিল করা, প্রত্যাখ্যান করা; অনুমোদন না করা
-
Acknowledge – Recognize: স্বীকার করা, মেনে নেওয়া; স্বীকৃতি দেওয়া, চিনতে পারা
-
Endorse – Ratify: অনুমোদন করা, সমর্থন করা; (চুক্তি ইত্যাদি) দৃঢ়ভাবে অনুমোদন করা
সুতরাং, সম্পর্ক অনুযায়ী সঠিক জোড়া হলো: Affirm : Object
উৎস:
0
Updated: 1 month ago
Who wrote the poem 'London'?
Created: 1 month ago
A
W.B. Yeats
B
P.B. Shelley
C
William Wordsworth
D
William Blake
London কবিতাটি William Blake-এর রচিত একটি গুরুত্বপূর্ণ Poem, যা সম্ভবত 1789 থেকে 1792 সালের মধ্যে রচিত হয়েছে এবং তাঁর কবিতা সংকলন 'Songs of Experience'-এ অন্তর্ভুক্ত হয়েছে। কবিতার মাধ্যমে Blake লন্ডন শহরের একটি কল্পিত চিত্র ফুটিয়ে তুলেছেন, যেখানে তিনি শহরের রাস্তায় হেঁটে চলেছেন এবং পাঠকদের সামনে লন্ডনকে একটি নিপীড়িত ও দরিদ্র শহর হিসাবে উপস্থাপন করেছেন। এটি আংশিকভাবে শিল্প বিপ্লবের বিরোধী প্রতিক্রিয়া এবং সমাজ গঠনে মানবজাতির ব্যর্থতার তীব্র সমালোচনা তুলে ধরে।
-
লেখক: William Blake, একজন ইংরেজি কবি এবং চিত্রশিল্পী।
-
জন্ম এবং মৃত্যু লন্ডনে।
-
Romantic যুগের কবিদের মধ্যে Blake ছিলেন কবিও, চিত্রশিল্পীও।
প্রধান কাজসমূহ (Poetry):
-
Songs of Innocence
-
Songs of Experience
-
The Schoolboy
-
The French Revolution
-
A Vision of the Last Judgment
-
Auguries of Innocence
-
Jerusalem: The Emanation of the Giant Albion
-
London
-
Milton
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
The Tyger
-
Vala or The Four Zoas
-
Visions of the Daughters of Albion
উল্লেখ্য, William Wordsworth এবং William Blake উভয়েরই 'London' নামে কবিতা রয়েছে। তবে Wordsworth-এর কবিতা প্রকাশিত হয়েছে 1802 সালে এবং তার নাম London 1802, যেখানে দুটো কবিতার বিষয়বস্তু প্রায় একই।
Source:
0
Updated: 1 month ago
Identify the part of speech of 'almost'.
Created: 1 month ago
A
Noun
B
Pronoun
C
Adverb
D
Preposition
The correct answer: Adverb
-
Almost (adverb)
-
English meaning: very nearly but not exactly or entirely
-
Bangla meaning: প্রায়
-
-
Example: The work is almost done.
Note:
-
Depending on the sentence, almost can also function as an adjective.
-
Example: an almost failure
-
Source:
0
Updated: 1 month ago
The bird swooped down and caught its prey. The underlined word is used here as a/an-
Created: 2 months ago
A
Adjective
B
Preposition
C
Adverb
D
Verb
• The bird swooped down and caught its prey.
- Here, 'down' is an Adverb.
- পাখিটি হঠাৎ নিচে নেমে এসে তার শিকার ধরে ফেলল।
- 'swooped' verb কে modify করায়, 'down' এখানে adverb হবে।
• Down (Adverb)
- English Meaning: toward or in a lower physical position
- Bangla Meaning: নিচে; দুর্দশায়।
• Example sentence:
- Don't look down.
- Bangla meaning: নিচের দিকে তাকিও না।
Down শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।
• Down (Adjective)
Example sentence:
- The window shades were down.
- Bangla meaning: জানালার পর্দাগুলো নামানো ছিল।
• Down (Preposition)
Example sentence:
- She fell down the stairs.
- Bangla meaning: সে সিঁড়ি থেকে পড়ে গেল।
• Down (Verb)
Example sentence:
- The storm downed power lines throughout the city.
- Bangla meaning: ঝড়ের কারণে শহরজুড়ে বিদ্যুতের লাইন পড়ে গেছে।
Source: merriam-webster, Cambridge Dictionary.
0
Updated: 2 months ago