Keep your fingers crossed
-
English Meaning: to hope strongly that something will happen.
-
Bangla Meaning: আশা পোষণ করা, কামনা করা
Example Sentence:
-
We’re keeping our fingers crossed that he’ll be healthy again very soon.
উৎস:
What does the idiom "Keep one's fingers crossed" mean?
A
To hope strongly that something will happen
B
To remain silent in a tense situation
C
To avoid getting into trouble
D
To hold something tightly with both hands
উত্তরের বিবরণ
0
Updated: 22 hours ago
In which literary work does the character "Clarissa" appear?
Created: 1 day ago
A
Paradise Lost
B
Macbeth
C
Queen Mab
D
The Rape of the Lock
Clarissa চরিত্রটি উপস্থিত আছে The Rape of the Lock কবিতায়, যার রচয়িতা Alexander Pope। কবিতার প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৭১২ সালে (দুই canto), এবং ফাইনাল সংস্করণ ১৭১৪ সালে প্রকাশিত হয়, যা পাঁচ canto-তে সম্প্রসারিত।
মূল উপজীব্য:
কবিতার কাহিনী একটি ছোট সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে। যুবক Baron Belinda-এর চুলের একটি লক চুরি করে, যা একটি বড় কেলেঙ্কারি সৃষ্টি করে।
ঘটনা হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি একটি মহাকাব্যিক যুদ্ধ বা নায়কদের ঘটনার মতো। শেষ পর্যন্ত চুল আকাশে উড়ে যায়।
মূল বার্তা:
Alexander Pope অভিজাত সমাজের অতিরিক্ত গৌরববোধ, আড়ম্বর ও ব্যর্থতা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা ব্যঙ্গকাব্য।
Important Characters:
Baron, Belinda, Ariel, Clarissa, Umbriel, ইত্যাদি
Alexander Pope:
পরিচিত 'Mock Heroic' কবি হিসেবে
Homer-এর অনুবাদের জন্যও প্রসিদ্ধ
Neo-Classical Period-এর Augustan Age-এর কবি
এই যুগকে The Age of The Pope বলা হয়, কারণ Alexander Pope-এর সাহিত্যকর্মের মাধ্যমে এই যুগে প্রভাব বিস্তার ঘটে
His Notable Poems:
An Essay on Man
The Dunciad
An Essay on Criticism
The Imitation of Horace
Epistle to Dr. Arbuthnot
Other options:
Paradise Lost লিখেছেন John Milton
Macbeth লিখেছেন William Shakespeare
Queen Mab লিখেছেন Percy Bysshe Shelley
0
Updated: 1 day ago
Who is Prospero's brother, who usurped his title as Duke of Milan?
Created: 1 week ago
A
Alonso
B
Gonzalo
C
Antonio
D
Sebastian
• Act 1, Scene 2-এ প্রসপেরো মিরান্ডাকে তার পটভূমি বর্ণনা করেন, ব্যাখ্যা করে কীভাবে তারা দ্বীপে পৌঁছায়। তিনি স্পষ্টভাবে তার ভাই অ্যান্টোনিওকে বর্ণনা করেন, যিনি তাকে বিশ্বাসঘাতকতা করেন। প্রসপেরো তার গোপন অধ্যয়নে নিমগ্ন থাকা অবস্থায় রাজ্যের পরিচালনার দায় অ্যান্টোনিওর হাতে দেন। প্রতিপত্তির লালসায় অ্যান্টোনিও আলোনসো (নেপলসের রাজা)-র সঙ্গে চুক্তি করে প্রসপেরোকে উৎখাত করার জন্য। বিনিময়ে সম্মান ও ভক্তি পাওয়ার জন্য, আলোনসো অ্যান্টোনিওকে মিলানের ডিউকের পদ দখল করতে সাহায্য করেন এবং প্রসপেরো ও শিশু মিরান্ডাকে সমুদ্রে ভাসিয়ে মারা পাঠানো হয়।
0
Updated: 1 week ago
Choose the compound sentence of: "Unless you hurry, you will miss the bus."
Created: 1 month ago
A
Hurry or you will miss the bus.
B
You must hurry and catch the bus.
C
If you don’t hurry, the bus will miss you.
D
You may miss the bus because you are late.
ক) Hurry or you will miss the bus.
Explanation:
মূল বাক্যটি Complex, কারণ এখানে conditional clause রয়েছে যা "Unless" দিয়ে শুরু হয়েছে (অর্থাৎ "if not")।
এটিকে Compound Sentence করতে হলে "unless" বাদ দিয়ে দুটি independent clause ব্যবহার করতে হবে এবং সেগুলোকে coordinating conjunction "or" দিয়ে যুক্ত করতে হবে।
Complex: Unless you hurry, you will miss the bus.
Compound: Hurry or you will miss the bus.
খ) You must hurry and catch the bus. → নির্দেশমূলক বাক্য, কিন্তু compound নয়।
গ) If you don’t hurry, the bus will miss you. → অর্থ পরিবর্তন হয়ে গেছে, তাই ভুল।
ঘ) You may miss the bus because you are late. → কারণ-ফল সম্পর্ক, compound নয়।
0
Updated: 1 month ago