Cul-de-sac means
A
A large public park
B
A short road that is blocked off at one end
C
A busy marketplace
D
A bridge connecting two cities
উত্তরের বিবরণ
Cul-de-sac
-
English Meaning: a short road that is blocked off at one end.
-
Bangla Meaning: কানাগলি (Noun), কানাগলিসংক্রান্ত (Adjective)
Example Sentence:
-
These bleak conclusions need not lead into a cul-de-sac.
উৎস:

0
Updated: 22 hours ago
Read attentively to make a good result. (Compound)
Created: 3 weeks ago
A
You read attentively or make a good result.
B
Read attentively for making a good result.
C
Read attentively and you will make a good result.
D
Read attentively and you can make a good result.
The correct answer is - গ) Read attentively and you will make a good result.
Simple Sentence-এ যদি to + verb (যেমন: to succeed, to pass, to win ইত্যাদি) কোনো উদ্দেশ্য (purpose) প্রকাশ করে, অথবা যদি in order to ব্যবহৃত হয়, তাহলে এই বাক্যটিকে Compound Sentence-এ রূপান্তর করার সময় নিচের নিয়ম অনুসরণ করতে হয়:
- to + verb থাকলে, "to" বাদ দিতে হবে এবং বাক্যটির পূর্বের অংশটিকে Imperative Sentence (আদেশমূলক বাক্য) হিসেবে রূপান্তর করতে হবে।
- এরপর "and (you will)" বসিয়ে বাক্যের দ্বিতীয় অংশটি যুক্ত করতে হবে।
- in order to + verb থাকলে, “in order to”-র জায়গায় “and (you will)” বসাতে হবে।
• Examples:
Simple: You must work hard in order to succeed.
Compound: Work hard and you will succeed.
Simple: Do it in order to get money.
Compound: Do it and (you will) get money.
Simple: Study hard in order to pass the exam.
Compound: Study hard and (you will) pass the exam.
Other options
ক) You read attentively or make a good result.
"or" দিলে অর্থ হয় "পড়ো নয়তো ভালো ফল করো", যা বিপরীত ও ভুল।
খ) Read attentively for making a good result.
এটি complex বা simple sentence, compound নয়।
ঘ) Read attentively and you can make a good result.
"can" সম্ভাবনা বোঝায়, কিন্তু মূল বাক্যে নিশ্চিত ফলাফল বোঝানো হয়েছে, তাই "will" সঠিক।

0
Updated: 3 weeks ago
Bertrand Russell was awarded the Nobel Prize for -
Created: 22 hours ago
A
Physics
B
Peace
C
Literature
D
Philosophy
Bertrand Russell
-
জন্ম: May 18, 1872, Trelleck গ্রামে, Wales।
-
তিনি একজন British philosopher, logician, mathematician, history writer, social critic, এবং political activist।
-
পুরো নাম: Bertrand Arthur William Russell / 3rd Earl Russell
-
পিতামহ: John Russell, 1st Earl Russell, যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও 1846 থেকে 1852 পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
-
শিক্ষাজীবন: Trinity College, Cambridge, যেখানে দর্শন ও গণিত অধ্যয়ন করেন।
-
তিনি ছিলেন বিশ শতকের একজন প্রখ্যাত দার্শনিক এবং শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ, এছাড়া সমাজ সংস্কারক হিসেবেও অবদান রেখেছেন।
-
দর্শনে তিনি Analytic movement এর প্রবর্তক।
-
Logic, Epistemology, এবং Philosophy of Mathematics এ তার অবদান অতুলনীয়।
-
১৯৫০ সালে তিনি Nobel Prize in Literature পান।
-
সমাজ, রাজনীতি, দর্শনসহ নানা বিষয়ে তার পান্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়ে চলেছে বহু বছর ধরে।
উৎস:

0
Updated: 22 hours ago
Which of the following best replaces the word 'Colossus'?
Created: 1 week ago
A
Diminutive
B
Implicit
C
Mammoth
D
Pygmy
• The required answer is — গ) Mammoth
• Colossus (Noun)
-
English Meaning: a person or thing of great size, influence, or ability; a statue of gigantic size and proportions
-
Bangla Meaning: অতিকায় মূর্তি (বিশেষত কোনো মানুষের বাস্তব আকার অপেক্ষা অনেক বড়)
• Given options:
-
ক) Diminutive — হ্রাসপ্রাপ্ত আকারসম্পন্ন; অতি ক্ষুদ্র
-
খ) Implicit — ইশারাইঙ্গিতে প্রকাশিত; নিহিত; চাপা
-
গ) Mammoth — অধুনালুপ্ত লোমশ হাতিবিশেষ; (attributive(ly)) প্রকাণ্ড; বিশাল
-
ঘ) Pygmy — (১) বিষুবীয় আফ্রিকার খর্বাকৃতি জনগোষ্ঠীর একজন; (২) বামন; বেঁটে; (৩) খুব ছোট আকারের
• সুতরাং, Mammoth শব্দটি 'Colossus' শব্দের প্রতিস্থাপন।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago