At large means -
A
In the end
B
Freely
C
Comfortable
D
Immediately
উত্তরের বিবরণ
At large (Phrase):
-
English Meaning: (especially of a criminal or dangerous animal) at liberty; escaped or not yet captured / Freely.
-
Bangla Meaning: মুক্ত বা স্বাধীনভাবে।
Complete Sentence:
-
Birds fly at large in the sky.
-
Bangla Meaning: পাখি মুক্ত/স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়।
উৎস:
0
Updated: 1 month ago
The phrase 'to make good' refers to-
Created: 2 months ago
A
To create something valuable
B
To compensate for a loss
C
To succeed in doing something
D
To prepare food properly
Meaning of “Make Good”
-
Phrase: to make good
-
Correct Option: খ) To compensate for a loss
-
English Meaning:
-
To become successful, usually rich
-
To compensate
-
To prove to be capable
-
-
Bangla Meaning:
-
সফল হওয়া
-
ক্ষতিপূরণ করা; খেসারত দেওয়া
-
-
Example Sentence:
-
He promised to make good the damage caused by the accident.
-
Bangla: তিনি দুর্ঘটনার ফলে যে ক্ষতি হয়েছে তা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
-
-
Sources:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Merriam-Webster Dictionary
-
0
Updated: 2 months ago
The famous novel 'Moby Dick' is about -
Created: 1 month ago
A
A sea captain’s obsessive quest to hunt a giant white whale
B
A sailor’s journey to find treasure
C
The adventures of pirates in the Pacific
D
A shipwreck caused by a storm
Moby Dick হলো হারমান মেলভিলের লেখা একটি ক্লাসিক আমেরিকান উপন্যাস, যা মূলত একজন সাগরকাপ্তান-এর অত্যধিক আবেগ ও প্রতিশোধের যাত্রা নিয়ে। ক্যাপ্টেন Ahab-এর একমাত্র লক্ষ্য হলো বিশাল সাদা তিমি Moby Dick-কে শিকার করা, যা পূর্বে তার জাহাজ ধ্বংস করেছিল এবং তাকে আহত করেছিল।
-
লেখক: Herman Melville, একজন American novelist, short-story writer, এবং poet।
-
প্রকাশিত: লন্ডনে অক্টোবর 1851-এ The Whale নামে এবং এক মাস পরে নিউ ইয়র্কে Moby-Dick; or, The Whale নামে প্রকাশিত।
-
উপন্যাসের কাহিনি:
-
গল্পটি আবর্তিত হয়েছে একটি তিমি শিকারকে কেন্দ্র করে।
-
চরিত্ররা একটি whaling vessel, নাম Pequod, নিয়ে সমুদ্রযাত্রায় বের হয়।
-
পুরো কাহিনিতে Moby Dick নামক white giant whale-কে শিকার করার গল্প চলে, যার সমাপ্তি হয় বর্ণনাকারী Ismael ব্যতীত সকলের মৃত্যু দিয়ে।
-
ইরনি: উপন্যাসের শেষে সাদা তিমি মারা যায় না।
-
-
উপন্যাসটি প্রতিশোধ, ভাগ্য, এবং মানুষের সীমাহীন আসক্তি প্রকাশ করে।
Herman Melville-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Moby Dick
-
White Jacket
-
Bartleby, the Scrivener
উৎস:
0
Updated: 1 month ago
Which of the following is an antonym of “coax”?
Created: 1 month ago
A
Lure
B
Repel
C
Finite
D
Adept
Coax (verb & noun) অর্থ হলো মিষ্ট কথায় প্রলুব্ধ বা ভুলানো, কাউকে কিছু করতে উৎসাহিত করা।
-
ইংরেজি অর্থ:
-
To persuade somebody to do something by talking to them in a kind and gentle way.
-
উদাহরণ:
-
She coaxed the horse into coming a little closer.
-
He was coaxed out of retirement to help the failing company.
-
Police managed to coax the man down from the ledge.
-
‘Nearly there,’ she coaxed.
-
-
-
বাংলা অর্থ: মিষ্ট কথায় ভুলানো; প্রলুব্ধ করা
-
Synonyms: Entice (প্রলুব্ধ করা), Tease, Flatter (তেলতেলে কথা বলা), Badger (জ্বালাতন করা), Lure (পটানো, টোপ দেওয়া)
-
Antonyms: Discourage (নিরুৎসাহিত করা), Repel (বিতাড়ন), Disgust (বিরক্তি), Admonish (তিরস্কার করা), Caution (সতর্কবার্তা)
-
অন্যান্য রূপ: Coaxing (noun)
-
অন্যান্য বিকল্প:
-
Finite → সীমাবদ্ধ; সসীম
-
Adept → সুদক্ষ, কুশলী
-
-
উদাহরণ বাক্য:
-
He took a lot of coaxing before he agreed to take her to the theatre.
-
He coaxed her into going along.
-
সঠিক বিপরীত শব্দ: Repel
0
Updated: 1 month ago