Choose the correct spelling.
A
Genuflect
B
Genoflect
C
Ginuflect
D
Genufluct
উত্তরের বিবরণ
Genuflect শব্দের অর্থ হলো কোনো পবিত্র বা ধর্মীয় সম্মান প্রদর্শনের জন্য নতজানু হওয়া, বিশেষ করে ক্যাথলিক চার্চে প্রবেশ বা প্রস্থান করার সময়।
English Meaning: to bend one or both knees as a sign of respect to God, especially when entering or leaving a Catholic church.
Bangla Meaning: নতজানু হওয়া
Example Sentence:
-
People were genuflecting in front of the altar.
উৎস:
0
Updated: 1 month ago
Change the voice: 'Nobody trusts a traitor.'
Created: 1 month ago
A
A traitor is trusted.
B
A traitor should not be trusted.
C
Everybody hates a traitor.
D
A traitor is not trusted by anybody.
Active Voice এবং Passive Voice এর পার্থক্য বোঝার জন্য নিচের ব্যাখ্যাটি দেওয়া হলো। Active Voice-এ Subject কাজটি করে, আর Passive Voice-এ কাজটি Subject-এর ওপর করা হয়। Active থেকে Passive এ রূপান্তর করার কিছু নিয়ম আছে:
-
Active Voice-এর Subject Passive Voice-এ Object হয়।
-
Active Voice-এর Object Passive Voice-এ Subject হয়।
-
মূল Verb-এর সাথে be verb ব্যবহার করা হয় এবং Verb-এর Past Participle আকার বসানো হয়।
-
Object-এর আগে by বসানো হয়।
উদাহরণ হিসেবে, Active Voice-এ "Nobody trusts a traitor." বাক্যটির Passive Voice হবে:
-
A traitor is not trusted by anybody.
-
এখানে Nobody = not anybody।
-
একইভাবে, No one / None = not anyone।
আরেকটি উদাহরণ:
-
Active Voice: No one believes a deceiver.
-
Passive Voice: A deceiver is not believed by anyone.
0
Updated: 1 month ago
"It is impossible to love and be wise" — Who said it?
Created: 2 months ago
A
George Bernard Shaw
B
Jane Austen
C
Charlotte Bronte
D
Francis Bacon
"It is impossible to love and be wise" — উক্তিটি বলেছেন Francis Bacon, তার প্রবন্ধ “Of Love” থেকে নেওয়া।
Francis Bacon
-
পুরো নাম: Francis Bacon, Viscount Saint Alban
-
উপাধি: Sir Francis Bacon
-
পেশা: Essayist, lawyer, statesman, philosopher
-
বিশেষত্ব: English ভাষার একজন দক্ষ লেখক; প্রবন্ধে দার্শনিক ও বাস্তবজ্ঞানসমৃদ্ধ বক্তব্যের জন্য প্রসিদ্ধ
বিখ্যাত উক্তি
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
"Wonder is the seed of knowledge."
-
"A false friend is more dangerous than an open enemy."
-
"Beauty itself is but the sensible image of the Infinite."
-
"Silence is the sleep that nourishes wisdom."
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis
0
Updated: 2 months ago
"A Little Cloud" is a short story written by -
Created: 1 month ago
A
George Orwell
B
D. H. Lawrence
C
James Joyce
D
O' Henry
A Little Cloud হলো James Joyce–এর রচিত একটি ছোটগল্প, যা তার বিখ্যাত সংকলন Dubliners (1914)–এর অন্তর্ভুক্ত। গল্পটি ডাবলিন শহরের মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতা, হতাশা এবং আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হিসেবে পরিচিত।
Characters
-
Little Chandler
-
Ignatius Gallaher
সারসংক্ষেপ
-
শান্ত স্বভাবের অফিসকর্মী Little Chandler তার পুরনো বন্ধু Gallaher–এর সঙ্গে দেখা করেন।
-
Gallaher-এর সফল জীবনের সঙ্গে নিজের সীমাবদ্ধ জীবন তুলনা করে Chandler হতাশ হয়ে পড়েন।
-
Chandler কবি হওয়ার স্বপ্ন দেখলেও তা বাস্তবায়িত হয়নি; সংসার ও জীবনের একঘেয়েমিতে তিনি বিষণ্নতায় ভোগেন।
-
গল্পের শেষে Chandler সন্তানের কোলে কান্নায় ভেঙে পড়েন, যা স্বপ্নভঙ্গ এবং জীবনের শূন্যতা প্রকাশ করে।
James Joyce
-
জন্ম: ১৮৮২, ডাবলিন, আয়ারল্যান্ড
-
তিনি একজন আইরিশ ঔপন্যাসিক, কবি এবং ছোটগল্পকার ছিলেন।
-
বিংশ শতাব্দীর Modern Period–এর একজন গুরুত্বপূর্ণ novelist।
-
Ulysses হলো তার বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
-
Stream-of-consciousness narrative technique–এর জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
-
Dubliners (1914)–এ ১৫টি ছোটগল্পের সংকলন রয়েছে।
Notable Works
-
Short Stories: After the Race, A Little Cloud, A Mother, An Encounter, A Painful Case, ইত্যাদি।
-
Plays: Exiles
-
Poems: Chamber Music, I Hear an Army, Penyeach
0
Updated: 1 month ago