'শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা'— কে বলেছেন?
A
এরিস্টটল
B
সক্রেটিস
C
ম্যুর
D
জন লক
উত্তরের বিবরণ
নৈতিকতা
-
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি, যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
-
এটি মানসিক বিষয় এবং মানবমনের উচ্চ গুণাবলি।
-
নৈতিকতা বা নীতিবোধ মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত।
-
এর বিকাশ ঘটে ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকে।
প্রামাণ্য সংজ্ঞা
-
নীতিবিদ ম্যুর: “শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা।”
-
সক্রেটিস: “সৎ গুণই জ্ঞান” (Virtue is knowledge)। তাঁর মতে, জ্ঞানী-গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না; ন্যায়ের উৎস হলো জ্ঞান এবং অন্যায়ের উৎস হলো অজ্ঞতা।
-
জোনাথান হেইট (Jonathan Haidt): “ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ-তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।”
-
Cambridge International Dictionary of English: নৈতিকতা হলো “ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি গুণ, যা প্রত্যেক ব্যক্তিই আইন কিংবা অন্য কোনো বিষয়ের থেকে বেশি গুরুত্ব প্রদান করে থাকে।”

0
Updated: 20 hours ago
'Republic' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 20 hours ago
A
এরিস্টটল
B
সক্রেটিস
C
প্লেটো
D
হেরাক্লিটাস
প্লেটো
-
প্রাচীন গ্রিসের দার্শনিক সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো এবং প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল।
-
সুশাসনের ধারণা প্রথম পাওয়া যায় প্লেটোর The Republic গ্রন্থে।
-
প্লেটো তাঁর ‘রিপাবলিক’ গ্রন্থে বলেছেন: “শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন নিস্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক।”
-
তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ Republic, যা Plato’s Republic নামে পরিচিত।
অন্যান্য রচনা
-
Symposium
-
Apologia Socrates
-
Allegory of the Cave
-
The Laws (৩৪৮ BCE)
-
Plato: Complete Works ইত্যাদি

0
Updated: 20 hours ago