What illness eventually leads to Mrs. Morel’s death in the novel Sons and Lovers?
A
Tuberculosis
B
Cancer
C
Pneumonia
D
Asthma
উত্তরের বিবরণ
Gertrude Morel ক্যানসারে আক্রান্ত হন। Paul ও তার ভাইবোনরা মাকে কষ্ট থেকে মুক্তি দিতে মরফিন দেয়। তার মৃত্যু Paul–এর জীবনে চূড়ান্ত একাকিত্ব নিয়ে আসে। Lawrence এই ঘটনার মাধ্যমে মা–ছেলের গভীর সম্পর্কের পরিসমাপ্তি দেখিয়েছেন।

0
Updated: 21 hours ago
Where does William Morel move for his job in the novel Sons and Lovers?
Created: 16 hours ago
A
London
B
Nottingham
C
Derbyshire
D
Liverpool
William চাকরির কারণে লন্ডনে যায়। সেখানে সে উচ্চশ্রেণির জীবনে প্রবেশ করে। কিন্তু অসুস্থ হয়ে মারা যায়। William–এর এই স্থানান্তর পরিবার থেকে বিচ্ছিন্নতার প্রতীক।

0
Updated: 16 hours ago
Who is the youngest Morel child in the novel Sons and Lovers?
Created: 16 hours ago
A
Arthur Morel
B
Paul Morel
C
Annie Morel
D
William Morel
Arthur Morel পরিবারে সবচেয়ে ছোট। তার চরিত্র অনেকটা বাবার মতো অসংযমী। সে সেনাবাহিনীতে যোগ দেয়, কিন্তু স্থির জীবন গড়তে পারে না। তার জীবন Morel পরিবারের অস্থিরতাকে প্রতিফলিত করে।

0
Updated: 16 hours ago
Who is not an Irish writer?
Created: 1 month ago
A
Oscar Wilde
B
James Joyce
C
Jonathan Swift
D
D. H. Lawrence
David Herbert Richards Lawrence (D.H. Lawrence) একজন বিখ্যাত ঔপন্যাসিক ও চিত্রকর। তিনি ১৮৮৫ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর তারিখে ইংল্যান্ডের Nottinghamshire শহরের Eastwood নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত রচনাসমূহ হল- The White Peacock (novel), The White Horse (poem), Sons and Lovers (autobiography), The Rainbow (novel), Lady Chatterley's Lovers (novel) ইত্যাদি।

0
Updated: 1 month ago