নিচের কোনটি মাইকেল মধুসূদন রচিত কাব্যগ্রন্থ?
A
সোজন বাদিয়ার ঘাট
B
চতুর্দশপদী কবিতাবলী
C
কুসুমিত ইস্পাত
D
মুহূর্তের কবিতা
উত্তরের বিবরণ
মাইকেল মধুসূদন দত্ত:
-
তিনি একজন মহাকবি ও নাট্যকার।
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদ তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে।
-
বাংলা ভাষায় সনেটের প্রবর্তক।
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
রচিত কাব্যগ্রন্থ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
অন্য কবি ও তাঁদের রচিত কাব্যগ্রন্থ:
-
জসীম উদ্দীন – সোজন বাদিয়ার ঘাট
-
হুমায়ূন কবির – কুসুমিত ইস্পাত
-
ফররুখ আহমদ – মুহূর্তের কবিতা (সনেট সংকলন)
0
Updated: 1 month ago
মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্য' এর উৎস গ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
রামায়ণ
B
মহাভারত
C
ভাগবত
D
শ্রীকৃষ্ণকীর্তন
মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ এবং বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে পরিচিত। এটি রচিত হয় ১৮৬১ সালের জুন মাসে এবং মূলত সংস্কৃত মহাকাব্য ‘রামায়ণ’ এর ক্ষুদ্র অংশের ওপর ভিত্তি করে।
কাব্যটি নয়টি সর্গে বিভক্ত এবং এতে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে।
প্রধান চরিত্রগুলো:
-
রাবণ
-
মেঘনাদ
-
লক্ষ্মণ
-
রাম
-
প্রমীলা
-
বিভীষণ
-
সীতা
-
সরমা ইত্যাদি
কাব্যের সর্গসমূহ:
-
অভিষেক
-
অস্ত্রলাভ
-
সমাগম
-
অশোক বন
-
উদ্যোগ
-
বধ
-
শক্তিনির্ভেদ
-
প্রেতপুরী
-
সংস্ক্রিয়া
মেঘনাদবধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে রচিত।
উৎস:
0
Updated: 1 month ago
‘তিলোত্তমাসম্ভব কাব্য’ - এর উপজীব্য কী?
Created: 1 month ago
A
অর্জুনের তপস্যা
B
সীতা-রামের মিলন
C
সুন্দ-উপসুন্দের দ্বন্দ্ব
D
কৃষ্ণ-রাধার প্রেমকাহিনি
তিলোত্তমাসম্ভব কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
সংখ্যা ও রচনার ধরন: চার সর্গে রচিত কাব্য
-
রচনার সময়: ১৮৬০ খ্রিষ্টাব্দ, ফেব্রুয়ারি
-
প্রকাশ: ১৮৬০ খ্রিষ্টাব্দ, মে মাসে গ্রন্থাকারে
-
উপজীব্য: মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনী; সৌন্দর্য প্রতিমা তিলোত্তমাকে নিয়ে সুন্দ-উপসুন্দের দ্বন্দ্ব
-
সাহিত্যিক গুরুত্ব: বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ (কিন্তু পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ হয়েছিল)
মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য কাব্যগ্রন্থ
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
‘যোগাযোগ’ উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম কী?
Created: 1 month ago
A
নিখিলেস
B
অমিত
C
মধুসূদন
D
নবকুমার
সঠিক উত্তর হলো: গ) মধুসূদন
অন্যান্য অপশনের ব্যাখ্যা:
-
নিখিলেশ: তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে উপন্যাসের চরিত্র।
-
অমিত: তিনি শেষের কবিতা উপন্যাসের নায়ক।
-
নবকুমার: তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র।
যোগাযোগ উপন্যাস সম্পর্কিত আলোচনা
রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। পরে উপন্যাসটির নামকরণ হয় যোগাযোগ। এই উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম হলো মধুসূদন।
কাহিনিতে কুমোদিনী ও মধুসূদনের সম্পর্কের মধ্য দিয়ে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব, শ্রেণিগত বৈষম্য, ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও টানাপোড়েন ফুটে উঠেছে। শেষ পর্যন্ত কুমোদিনী দ্বিধাগ্রস্ত অবস্থায় স্বামীর কাছে সমর্পিত হলেও তার ভেতরে এক বিদ্রোহী নারীর সত্তা স্পষ্টভাবে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়
0
Updated: 1 month ago