Which woman represents sensual and physical love in the novel Sons and Lovers?
A
Clara Dawes
B
Miriam Leivers
C
Gertrude Morel
D
Beatrice Wyld
উত্তরের বিবরণ
Clara Dawes হলো এক বিদ্রোহী নারী। তার স্বামী Baxter Dawes–এর সাথে সম্পর্ক ভেঙে গেছে। Paul–এর সাথে তার সম্পর্ক শারীরিক আকর্ষণ ও আবেগের ওপর দাঁড়ানো। Miriam–এর আধ্যাত্মিকতার বিপরীতে Clara হলো কামনার প্রতীক। Lawrence এই দ্বন্দ্ব দিয়ে ভালোবাসার জটিল রূপ ফুটিয়ে তুলেছেন।

0
Updated: 21 hours ago
What subject does Miriam love to discuss in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Religion and spirituality
B
Politics and war
C
Fashion and beauty
D
Business and trade
Miriam ধর্মপ্রাণ এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে। সে বই পড়ে এবং জীবনের গভীরতা নিয়ে ভাবে। Paul–এর সাথে তার সম্পর্কেও এই আলোচনাই প্রাধান্য পায়। তবে শারীরিক দিকের অভাব সম্পর্ককে জটিল করে তোলে।

0
Updated: 21 hours ago
Which character is known for working in the lace factory in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Clara Dawes
B
Miriam Leivers
C
Annie Morel
D
Beatrice Wyld
Clara Dawes লেইস ফ্যাক্টরিতে কাজ করত। তার চরিত্র আধুনিক, স্বাধীনচেতা এবং বিদ্রোহী নারী হিসেবে উপস্থাপিত। Lawrence তাকে এমনভাবে এঁকেছেন যে সে সমাজের নিয়ম ভেঙে নিজস্ব জীবন গড়ে তুলতে চায়। Paul–এর সাথে তার সম্পর্কও শারীরিক আকর্ষণে ভরা।

0
Updated: 21 hours ago
What kind of relationship does Paul have with Miriam in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Spiritual but strained
B
Purely physical
C
Political alliance
D
Distant friendship
Miriam Paul–কে গভীরভাবে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা বেশি আধ্যাত্মিক। Paul মনে করে, Miriam তাকে শ্বাসরুদ্ধ করে রাখে। তাদের সম্পর্ক তাই টানাপোড়েন ও দ্বন্দ্বে ভরা। Lawrence দেখিয়েছেন, আধ্যাত্মিক ভালোবাসা শারীরিক আকর্ষণ ছাড়া পূর্ণ হতে পারে না।

0
Updated: 21 hours ago