‘গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
গোমতি
B
কৃষ্ণবেণী
C
কাবেরী
D
সবগুলো
উত্তরের বিবরণ
গঙ্গা শব্দের সমার্থক শব্দ হলো - ভাগীরথী,গোমতি,কাবেরি কৃষ্ণবেণী,শিবপত্নী,পিনাকিনী,কাবেরী। তাই উওর সবগুলো হবে
0
Updated: 1 month ago
‘পঙ্কজ’-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
শৈল
B
উৎপন্ন
C
সুবর্ণ
D
কুসুম
'পঙ্কজ' শব্দের সমার্থক শব্দ হলো - পদ্ম, উৎপল, কমল, কুমুদ, অরবিন্দ, শতদল, নলিনী ইত্যাদি।
0
Updated: 1 month ago
সমার্থক শব্দ ব্যবহার করলে–
Created: 2 months ago
A
শব্দার্থ পরিবর্তিত হয়
B
শব্দার্থের অবনতি ঘটে
C
শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়
D
শব্দ ভান্ডার হ্রাস পায়
সমার্থক শব্দ হলো একই বা কাছাকাছি অর্থবোধক শব্দ। যেমন: অগ্নি – আগুন, মাটি – ভূতি – মৃত্তিকা ইত্যাদি।
যখন আমরা সমার্থক শব্দ ব্যবহার করি তখন একটি নির্দিষ্ট অর্থ বোঝাতে বিভিন্ন শব্দ প্রয়োগ করতে পারি। এর ফলে—
-
ভাষা হয় বৈচিত্র্যময়, সুন্দর ও প্রাঞ্জল।
-
একই অর্থ প্রকাশের জন্য একাধিক শব্দ ব্যবহার করে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়।
অন্য অপশনগুলো ভুল কারণ—
-
ক) শব্দার্থ পরিবর্তিত হয় → ভুল, কারণ সমার্থক শব্দে অর্থ প্রায় একই থাকে।
-
খ) শব্দার্থের অবনতি ঘটে → ভুল, সমার্থক শব্দ ব্যবহার করলে অর্থ নষ্ট হয় না।
-
ঘ) শব্দ ভান্ডার হ্রাস পায় → উল্টোটা হয়, ভাণ্ডার বাড়ে।
তাই সমার্থক শব্দ ব্যবহারের মূল সুবিধা হলো ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করা।
0
Updated: 2 months ago
‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
অন্তরীক্ষ
B
বিভু
C
প্রভাকর
D
সুধাকর
‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ: খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি। অন্যদিকে, ‘বিভু’ শব্দের অর্থ— আল্লাহ, ঈশ্বর; বিধাতা। ‘প্রভাকর’; ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ ‘সুধাকর’; ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ।
0
Updated: 2 months ago