‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?
A
মন্দভাগ্য
B
তুচ্ছ পদার্থ
C
চাটুকার
D
নির্বোধ
উত্তরের বিবরণ
খয়ের খাঁ - বাগধারা অর্থ চাটুকার বা তোষামোদকারী। উড়নচণ্ডী - অমিতব্যয়ী। বকধার্মিক - ভন্ড। অকালকুষ্মাণ্ড - অপদার্থ, অকেজো, অকর্মা।
0
Updated: 1 month ago
‘ইঁদুর কপাল’ – এর বিপরীতার্থক বাগধারা কোনটি?
Created: 1 month ago
A
অদৃষ্টের পরিহাস
B
চাঁদের হাট
C
একাদশে বৃহস্পতি
D
কেউকেটা
‘ইদুর কপালে’ বাগধারাটির অর্থ হলো - মন্দ ভাগ্য, এর বিপরীত বাগধারা হচ্ছে ‘একাদশে বৃহস্পতি’; যার অর্থ সৌভাগ্য বা সৌভাগ্যের বিষয়।
0
Updated: 1 month ago
“ভুষণ্ডির কাক’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Created: 4 weeks ago
A
একই স্বভাবের
B
মূর্খ
C
কপট ব্যক্তি
D
দীর্ঘজীবী
“ভুষণ্ডির কাক’ বাগধারাটির অর্থ হলো দীর্ঘজীবী ব্যক্তি। যেমন- কবর কবিতায় বৃদ্ধ দাদু পরিবারের সবাইকেহারিয়ে ভুষণ্ডির কাকের মত বেঁচে আছে। এছাড়াও- ভিটায় ঘুঘু চরানো – সর্বস্বান্ত করা। ভাঁড়ে মা ভবানী – ভাণ্ডার শূন্য। বাপের ঠাকুর – শ্রদ্ধেয় ব্যক্তি। ভস্মে ঘি ঢালা – অপাত্রে দান করা।
0
Updated: 4 weeks ago
ইঁদুর কপালে কী?
Created: 2 months ago
A
প্রবাদ
B
বাগধারা
C
সমস্তপদ
D
ব্যাসবাক্য
“ইঁদুর কপালে” একটি বাগধারা, যার অর্থ কোনো কিছু অসম্ভব বা অদ্ভুতভাবে ঘটেছে বা ঘটতে যাচ্ছে। এটি সরাসরি বাস্তব ঘটনা বোঝায় না, বরং রূপক অর্থে ব্যবহার হয়।
-
প্রবাদ সাধারণত কোনো নীতিমালা বা শিক্ষা দেয়। যেমন: "অধীরের ধ্যান বৃথা।"
-
বাগধারা হলো কথার রূপক ব্যবহার, যা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে।
-
সমস্তপদ হলো বাক্য বা পদ যা সব ধরণের শব্দ বা অর্থ ধারণ করে।
-
ব্যাসবাক্য হলো দীর্ঘ ও জটিল বাক্য, সাধারণত শাস্ত্রীয় লেখা বা দার্শনিক ভাব প্রকাশের জন্য।
এখানে “ইঁদুর কপালে” সরাসরি শিক্ষা বা নীতিমালা দেয় না, তাই এটি প্রবাদ নয়, বরং বাগধারা।
0
Updated: 2 months ago