What is the profession of Walter Morel in the novel Sons and Lovers?
A
A coal miner
B
A school teacher
C
A shopkeeper
D
A farmer
উত্তরের বিবরণ
Walter Morel একজন কয়লা খনির শ্রমিক। তার জীবনের কষ্ট, দারিদ্র্য আর অশিক্ষা পরিবারে সমস্যা সৃষ্টি করে। মদ্যপান আর রূঢ় স্বভাব তাকে পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। Lawrence তার চরিত্রের মাধ্যমে শ্রমিকশ্রেণির কঠিন বাস্তবতা তুলে ধরেছেন।

0
Updated: 21 hours ago
What is the ending mood of Paul’s journey in the novel Sons and Lovers?
Created: 17 hours ago
A
Lonely but determined to live
B
Joyful reunion with Miriam
C
Peaceful life with Clara
D
Reconciliation with his father
সবশেষে Paul একা হয়ে যায়। Miriam ও Clara কেউই তার জীবনে স্থায়ী হয় না। মায়ের মৃত্যু তাকে ভেঙে দেয়। তবুও Paul সিদ্ধান্ত নেয় সে বাঁচবে। তার যাত্রা একাকিত্বে ভরা, কিন্তু জীবনের প্রতি দৃঢ় সংকল্পই তাকে এগিয়ে নিয়ে যাবে।

0
Updated: 17 hours ago
What does Paul give his mother to ease her suffering in the novel Sons and Lovers?
Created: 17 hours ago
A
Morphine
B
Herbal medicine
C
Alcohol
D
Arsenic
Gertrude ক্যানসারে ভুগছিলেন। Paul তাকে কষ্ট থেকে মুক্তি দিতে মরফিন দেয়। এটি দারুণ মানসিক দ্বন্দ্বের মুহূর্ত। Lawrence এই ঘটনায় মা–ছেলের গভীর সম্পর্ক ও মৃত্যুর করুণ বাস্তবতা তুলে ধরেছেন।

0
Updated: 17 hours ago
Which character is Gertrude Morel most emotionally attached to in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Paul Morel
B
Arthur Morel
C
William Morel
D
Walter Morel
William মারা যাওয়ার পর Gertrude তার সমস্ত ভালোবাসা Paul–এর ওপর ঢেলে দেয়। মা–ছেলের এই মানসিক বন্ধন এত গভীর হয় যে Paul অন্য নারীর সাথে পূর্ণ সম্পর্ক গড়তে পারে না। Lawrence এই সম্পর্কের মধ্যে Oedipus complex–এর প্রতিচ্ছবি দেখিয়েছেন।

0
Updated: 21 hours ago