সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
A
কোলন
B
সেমিকোলন
C
কমা
D
হাইফেন
উত্তরের বিবরণ
হাইফেন (-): দুটি শব্দকে এক করতে কিংবা সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?
Created: 1 month ago
A
কমা
B
কোলন
C
সেমিকোলন
D
ত্রিবিন্দু
বাক্যের কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু … যতিচিহ্ন ব্যবহার করা হয়।
0
Updated: 1 month ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
Created: 2 months ago
A
দাঁড়ি
B
কমা
C
কোলন
D
ড্যাস
প্রান্তিক বিরামচিহ্ন ৩টি। যথাঃ ১. দাড়ি/পূর্ণচ্ছেদ (।) ২. প্রশ্ন/জিজ্ঞাসা চিহ্ন (?) ৩. আশ্চর্য/বিস্ময় চিহ্ন (!)
0
Updated: 2 months ago
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে?
Created: 2 months ago
A
হাইফেন
B
ড্যাস
C
কোলন ড্যাস
D
কোলন
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১৩ টি। যথা: কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন, উদ্ধরণ চিহ্ন/উদ্ধারচিহ্ন, বন্ধনী, বিন্দু, ত্রিবিন্দু, বিকল্প চিহ্ন। কোলন: একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন- ‘সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।’
0
Updated: 2 months ago