বিরাম চিহ্নের প্রর্বতক কে?
A
প্রমথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
আব্দুল হাকিম
উত্তরের বিবরণ
হাজার বছরের ঐতিহ্যে ভরপুর বাংলা ভাষা ও সাহিত্য কিন্তু বাংলা ভাষায় সুষ্ঠভাবে বিরাম চিহ্ন ব্যবহার শুরু হয়েছে দেড়শ দুইশ বছর আগে। মহামতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের প্রথম নৈপুর্ণ দেখান। এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলেছেন।
0
Updated: 1 month ago
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
Created: 1 month ago
A
১ বলার যে সময় লাগে
B
এক সেকেন্ডে
C
১ বলার দ্বিগুণ সময়
D
থামার প্রয়োজন নাই
বাংলা ব্যাকরণে সেমিকোলন (;) ব্যবহার করা হয় পূর্ণচ্ছেদের (।) চেয়ে ছোট এবং কমার (,) চেয়ে বড় বিরতি বোঝাতে।
-
কমা (,) এ থামা হয় ছোট সময়ের জন্য, প্রায় ১ বলার সময়।
-
সেমিকোলন (;) এ থামা হয় কমার তুলনায় দ্বিগুণ সময়, অর্থাৎ ১ বলার দ্বিগুণ সময়।
-
পূর্ণচ্ছেদ (।) এ থামা হয় আরও বেশি সময়, প্রায় এক সেকেন্ড।
তাই, সেমিকোলনে থামতে হয় কমার থেকে একটু বেশি, কিন্তু পূর্ণচ্ছেদের থেকে কম সময়।
0
Updated: 1 month ago
বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
বাক্য সংকোচনের জন্য
B
বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
C
বাক্যের সৌন্দর্যের জন্য
D
বাক্য অলংকৃত করার জন্য
বিরাম চিহ্ন ব্যবহার হয় বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। আমরা যখন কথা বলি তখন সবগুলো বাক্য একযোগে না বলে থেমে থেমে বলি। অনেক সময় আবেগ প্রকাশ করি।
কিন্তু বাক্য লিখে প্রকাশ করার সময় বিরতি ও আবেগ নির্দেশ করতে যতিচিহ্নের প্রয়োজন হয়। বাক্যে যতিচিহ্নের অশুদ্ধ ব্যবহার ক্ষেত্রবিশেষে অর্থবিকৃতি ঘটাতে পারে।
0
Updated: 1 month ago
ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়-
Created: 1 month ago
A
প্রত্যক্ষ উক্তির জন্য
B
উদ্ধারণ চিহ্নের পূর্বে
C
বিলুপ্ত বর্ণের জন্য
D
সমাসবদ্ধ পদের জন্য
ইলেক বা লোপ চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই। কোন বর্ণ বিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য (') লোপ চিহ্ন দেয়া হয়। যেমন: মাথার 'পরে জ্বলছে রবি। ('পরে = ওপরে)
0
Updated: 1 month ago